পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রথমবার ব্রিগেডে বাম-কংগ্রেস, প্রস্তুতি শেষপর্যায়ে - ব্রিগেড সমাবেশে থাকছেন না বুদ্ধদেব ভট্টাচার্য

ভোটের আগে ব্রিগেড থেকে একজোটে বাম-কংগ্রেস ও সিদ্দিকী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল । সমাবেশের আগে মাঠ পরিদর্শন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । এদিকে রবিবারের ব্রিগেডে সাত লাখ মানুষের সমাগমের আশা রাখছেন বাম নেতৃত্ব ।

28 ফেব্রুয়ারি ব্রিগেডে বাম-কংগ্রেস-আইএসএফ সমাবেশ
28 ফেব্রুয়ারি ব্রিগেডে বাম-কংগ্রেস-আইএসএফ সমাবেশ

By

Published : Feb 27, 2021, 5:38 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : ভোটযুদ্ধ শুরুর 48 ঘণ্টার মধ্যেই প্রথম লড়াইয়ের ময়দানে বামেরা । ব্রিগেডের প্রস্তুতি চূড়ান্ত । বামেদের দাবি, আগামীকালের ব্রিগেডের সমাবেশে সাত লাখ সমর্থক তাঁরা হাজির করতে পারবেন । বামেদের পাশাপাশি সমাবেশে থাকছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ।

গতকাল রাত থেকেই বাম-কংগ্রেস ও সিদ্দিকী সমর্থকদের ব্রিগেডমুখী দেখা গিয়েছে । শনিবার সকালেও ময়দান সংলগ্ন বেশ কিছু জায়গায় পৌঁছাতে দেখা গিয়েছে বাম সমর্থকদের । যাঁরা শনিবার রাতে সেখানে থাকবেন, রবিবার প্রিয় নেতার বক্তব্য শুনে বাড়ি ফিরবেন ।

প্রথম থেকেই নজর ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবারের ব্রিগেডে আসবেন কিনা, তাঁর ভাষণ শোনা যাবে কিনা । যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসকরা তাঁকে ব্রিগেডে আসার অনুমতি দেননি বলেই শোনা গিয়েছে । এমনকি তাঁর রেকর্ড করা কোনও ভাষণও চালানো হবে কিনা , সে বিষয়েও আলিমুদ্দিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি । প্রাথমিকভাবে কেবল জানা গিয়েছে, হয়ত বুদ্ধদেব ভট্টাচার্যর লিখিত ভাষণ পাঠ করে শোনানো হতে পারে ।

আরও পড়ুন :আব্বাস-অধীরদের নিয়ে বামেদের ব্রিগেড যাত্রা ভোটবাক্সে লাল সেলাম জানাতে পারবে ?

আজ ব্রিগেডের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । ছিলেন বামফ্রন্টের অন্যান্য শীর্ষ নেতারাও । মঞ্চ, নিরাপত্তার পাশাপাশি সমর্থকেরা যাতে কোভিডবিধি মেনে দূরত্ব বজায় রাখতে পারেন, সেই বিষয়টিও খতিয়ে দেখেন বামফ্রন্ট চেয়ারম্যান ।

28-এর ব্রিগেড সমাবেশে থাকছেন না বুদ্ধদেব ভট্টাচার্য

ABOUT THE AUTHOR

...view details