কলকাতা, 17 ফেব্রুয়ারি : এবার রাজ্যের ভোট কর্মীদের টিকাকরণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে । আগামী সপ্তাহ থেকেই রাজ্যের ভোট কর্মীদের কোরোনা টিকাকরণের কাজ শুরু করা হবে ।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিকভাবে প্রায় সাড়ে চার লক্ষ ভোট কর্মীদের টিকা দেওয়া হবে । অন্যদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, নির্বাচন কমিশন আগামী সোমবার থেকেই এই টিকাকরণের কাজ শুরু করার আবেদন করা হয়েছে । সম্প্রতি কেন্দ্রীয় সরকার ভোট কর্মীদের টিকাকরণের আওতায় আনতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেয় । কতজন ভোট কর্মীকে টিকা দিতে হবে তার তালিকাও পাঠাবার নির্দেশ দেওয়া হয়েছে ।