কলকাতা, 17 মার্চ : ক্ষমতায় এলেই 'দুয়ারে রেশন' ৷ বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন সামগ্রী ৷ রেশন দোকানে লাইন দিতে হবে না ৷ ভোটপ্রচারে মমতার নয়া প্রতিশ্রুতি আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে কি না সেই বিষয়ে রিপোর্ট চাইল কমিশন ৷
গত দু'দিন ধরে পুরুলিয়া ও বাঁকুড়ার সভায় একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে দুয়ারে রেশন প্রকল্পের প্রতিশ্রুতি ৷ যে প্রকল্প আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে অন্যতম চমক হতে চলেছে বলেও মনে করা হচ্ছে ৷ 'দুয়ারে সরকার'-এর পর 'দুয়ারে রেশন' প্রকল্পের কথা ঘোষণা করে বাজিমাত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ৷ নয়া প্রকল্পে সরকার গ্রাহকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে রেশন সামগ্রী ৷ সাম্প্রতিক জনসভাগুলিতে সে কথা নিজে জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷ সূত্রের খবর, এরপরই দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন কি-না, সে বিষয়ে পুরুলিয়া জেলা প্রশাসনের থেকে স্বতঃপ্রণোদিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন ৷ যেহেতু, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর আদর্শ আচরণ বিধি অনুযায়ী নতুন কোনও প্রকল্পের কথা ঘোষণা করা যায় না ৷ শুধু জেলা প্রশাসনের রিপোর্টই নয়, সোমবারের পুরুলিয়ার মুখ্যমন্ত্রীর সভার ভিডিয়ো রেকর্ডিংও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷