কলকাতা, 24 ফেব্রুয়ারি : পুলিশ আধিকারিক ও ভোট কর্মীদের নিজেদের জেলা ও কাজের জায়গা থেকে দূরে রাখতে তৈরি করা হচ্ছে একটি বিশেষ অ্যাপ । পুলিশ কর্মী ও নির্বাচনী আধিকারিকদের যেকোনও রকম রাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখতেই এই ব্যবস্থা । নির্বাচন কমিশনের তরফে এই তথ্য পাওয়া গিয়েছে ৷ কমিশন সূত্রে খবর, এই অ্যাপের মাধ্যমে পুলিশ ইন্সপেক্টর ও নির্বাচনী কর্মকর্তাদের পোস্টিং ব়্যানডম ভাবে করা হবে ৷ সবার নাম দিয়ে ডিজিটাল একটি ডেটাবেস তৈরি করা হবে । কম্পিউটার নিজের মতো করে সাজিয়ে নেবে নামগুলি ৷ সেই কারণেই বলা হচ্ছে যে পুরো কাজটি ব়্যানডম ভাবে করা হবে ৷ এখানে বাইরে থেকে কেউ এই ডেটাবেস বদল করতে পারবেন না ৷
এখানে দু’টি ডিটাবেস তৈরি করা হবে । একটি পুলিশ আধিকারিকদের এবং অপরটি নির্বাচনী আধিকারিকদের । পুলিশের ডেটাবেসটিতে পুলিশ আধিকারিকদের সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য দেওয়া থাকবে, যেমন- পুলিশ আধিকারিকদের নাম, ঠিকানা ও কাজের জায়গা । এছাড়াও এই ডেটাবেসে কোন রাজ্যে কোথায় কত পুলিশ আধিকারিক রয়েছে, কোন আধিকারিকদের কোথায় পোস্টিং, কতজনকে ভোটের কাজের জন্য ব্যবহার করা যাবে-সহ আরও অন্যান্য তথ্য থাকবে । ঠিক একইভাবে নির্বাচনী আধিকারিকদের ডিটাবেসটিতে সমস্ত আধিকারিকদের সম্বন্ধে সব তথ্য দেওয়া থাকবে ।