কলকাতা, 22 ফেব্রুয়ারি: রাজ্যের প্রবীণ ভোটারদের জন্য নজরদারি শুরু করল নির্বাচন কমিশন । কোরোনা আবহে যেহেতু এ বার বিধানসভা নির্বাচন হতে চলেছে, তাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকবেন প্রবীণরা। সে কারণে আলাদা করে প্রবীণ নাগরিকদের চিহ্নিত করার কাজ শুরু করল নির্বাচন কমিশন।
কমিশনের হিসাবে এই মুহূর্তে ভোটারদের মধ্যে প্রায় 11 লক্ষেরও বেশি প্রবীণ ভোটার রয়েছেন । জেলা ধরে ধরে এই প্রবীণ ভোটারদের তালিকা আগামী 10 মার্চের মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা করতে বলা হয়েছে। ষাটোর্ধ্বরা এই তালিকায় থাকলেও, যাঁদের বয়স আশির উপরে তাঁদের দিকেই বাড়তি গুরুত্ব দেওয়া হবে ।
এ ছাড়াও রাজ্যে থাকা প্রায় 4 লক্ষ বিশেষ ক্ষমতা সম্পন্ন ভোটার রয়েছেন । তাঁদেরও চিহ্নিত করতে বলা হয়েছে । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব চাইছেন, এই ভোটাররা যাতে বুথ স্তরে ভোট দিতে না-গিয়ে, পোস্টাল ব্যালটের মাধ্যমেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন । কমিশন সূত্রে খবর, এ বছরই প্রথম রাজ্যের প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চালু করতে চাইছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:আসানসোলে জমজমাট শুভেন্দুর রোড শো
এর আগে কোরোনা আবহে বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সেখানেও প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন । এ ছাড়া কমিশনের নির্দেশ এ বার নির্বাচনে প্রায় প্রতিটি বুথ একতলায় হতে হবে । যদি কোনও ভোটগ্রহণকেন্দ্র দুই বা তিন তলা বাড়িতে হয়, সে ক্ষেত্রে শুধুমাত্র নীচের তলা ব্যবহার করা যাবে । কোনও বুথে এক হাজারের বেশি ভোটার থাকবে না বলেও নির্দেশ দিয়েছে কমিশন । ভোটিং বুথের সংখ্যাও এ বার লক্ষ্যণীয়ভাবে বাড়ছে ।