কলকাতা, 16 ফেব্রুয়ারি : সামনেই 2021 বিধানসভার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে ‘দিদির দূত’ নামে এক বিশেষ মোবাইল অ্যাপ। দলনেত্রীর ভিডিয়ো থেকে শুরু করে লাইভ স্ট্রিমিং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি পৌঁছে যাচ্ছিল সাধারণ মানুষের কাছে। আত্মপ্রকাশের মাত্র 10 দিনের মধ্যেই এই বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ।
10 দিনে দিদির দূতের 2 লক্ষ ডাউনলোড - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
আত্মপ্রকাশের 10 দিনের মধ্যে জনপ্রিয় হল ‘দিদির দূত’ মোবাইল অ্যাপ ৷ 2 লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপলিকেশনটি তাঁদের মোবাইলে ডাউনলোড করেছেন ৷
আরও পড়ুন : পিকের 'বুদ্ধি'তে মমতার ভোট-হাতিয়ার ‘দিদির দূত’
আজ তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের তরফ থেকে জানানো হয়েছে, 10 দিনের মধ্যে ‘দিদির দূত’ অ্যাপ্লিকেশনটি 2 লক্ষাধিক মানুষ ডাউনলোড করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগাযোগের জন্য এবং তাঁর কাছে চিঠি লেখার জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশনে সুযোগ রয়েছে। অ্যাপটিতে সরাসরি তৃণমূলের তরফ থেকে জনতাকে ‘দিদির দূত’ হওয়ার আমন্ত্রণ এবং মুখ্য়মন্ত্রীর সঙ্গে কাজ করার জন্য আবেদন করা হয়েছে।