কলকাতা, 27 ফেব্রুয়ারি : ব্রিগেড থেকে তৃণমূল ও বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা । যারা বাংলার মানুষের অধিকার রক্ষা করতে জানে না, যারা বাংলা ভাষা-সংস্কৃতি জানে না, তারা ক্ষমতায় থাকতে পারে না বলে উল্লেখ করলেন তিনি ।
বামেদেরে ব্রিগেড সমাবেশ থেকে আরও একবার বিজেপি তথা নরেন্দ্র মোদি ও অমিত শাহকে একহাত নিলেন ডি রাজা । ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেন, "বাবা সাহেব আম্বেদকর সবার জন্য সংবিধান তৈরি করেছিলেন । কিন্তু মোদি-শাহরা তার অপব্যবহার করছেন ।" তাঁর মতে, গান্ধিজি যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি বলতেন "সবাইকে নয়, মাত্র তিনজনকে সদবুদ্ধি দিক ঈশ্বর । আর এরা হলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং মোহন ভাগবত ।"
বাংলা থেকে যখন দিদি-মোদি হঠাও স্লোগান বাম থেকে কংগ্রেস, সবার মুখে মুখে ঘুরছে । ঠিক তখন ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূল ও বিজেপিকে হারানোর ডাক দিলেন ডি রাজা । স্বাধীনতার সময় থেকে রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেদের মুখে একটাই কথা ঘুরে-ফিরে এসেছে । তা হল- আজ বাংলার মানুষ যা চিন্তা করবেন, গোটা ভারত তা পরে ভাববে । ব্রিগেড থেকে সেই বাণীতে কার্যত সিলমোহর দিলেন তামিলনাড়ুর প্রাক্তন সাংসদ । তাঁর মতে, দেশের রাজনীতির ক্ষেত্রে বাংলা অগ্রণী ভূমিকা পালন করেছে । অনেক সময় বাংলার রাজনৈতিক পরিস্থিতি দেশের অন্যত্র প্রভাব ফেলেছে । তাই বাংলার মানুষের কাছে তাঁর আহ্বান, বিজেপিকে হারাতে হবে । যেভাবে হোক, নরেন্দ্র মোদি-অমিত শাহ-জে পি নাড্ডাদের কেন্দ্র তথা বাংলা থেকে বিতাড়িত করতে হবে । এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার পশ্চিমবঙ্গে আসছেন । তাঁরা তামিলনাড়ুতেও যাচ্ছেন । কারণ এই দুই রাজ্যে ভোট রয়েছে । বিজেপি মরিয়া হয়ে উঠেছে । কারণ ওরা জানে যে, এটাই ওদের শেষের শুরু ।"
আরও পড়ুন :ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের
বিজেপির পাশাপাশি তৃণমূল সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি ডি রাজা । তাঁর মতে, লড়াই করে প্রত্যেককে বাঁচতে হয় । তাই লড়াইয়ের মাধ্যমে তৃণমূল সরকারকে সরাতে হবে । তারা বাংলার মানুষকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করেছেন । তৃণমূলের লোকজন বিজেপিতে গিয়েছেন । এই অবস্থায় বিজেপি ও তৃণমূলকে সরিয়ে যুক্ত ফ্রন্টকে ক্ষমতায় আনতে হবে তিনি মনে করছেন ।
ব্রিগেড থেকে তৃণমূল-বিজেপিকে উৎখাতের ডাক ডি রাজার