পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কংগ্রেসে ভরসা, তবুও সতর্ক হয়েই পা ফেলতে চায় বামেরা - Congress-CPIM alliance in 2021 Assembly Election Bengal

শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি CPI(M) সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে পথ চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক হয়ে করবে । কংগ্রেসের হাত ধরতে গিয়ে যেন কারও মনে না হয় যে বামপন্থী মতাদর্শ থেকে বিচ্যুত হচ্ছে CPI(M) ।

শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি CPI(M) সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে পথ চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক হয়ে করবে । কংগ্রেসের হাত ধরতে গিয়ে যেন কারও মনে না হয় যে বামপন্থী মতাদর্শ থেকে বিচ্যুত হচ্ছে CPI(M) ।

By

Published : Aug 10, 2019, 10:40 PM IST

কলকাতা, 10 অগাস্ট : রাজ্যে এবং কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসের হাত ধরতে হবে সেটা মেনে নিয়েছে CPI(M) নেতৃত্ব । লোকসভা নির্বাচনে চরম ব্যর্থতার পরেও বাম শরিক দলের অনেকেই চাইছেন না কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হতে । শরিকদের না চটিয়েই CPI(M) সিদ্ধান্ত নিয়েছে সর্তকতা অবলম্বন করার ৷ কংগ্রেসের সঙ্গে শর্ত সাপেক্ষে সমঝোতার কথাই বলছে বাম নেতৃত্ব।

বাম নেতৃত্বের দাবি, কংগ্রেসের সঙ্গে সমঝোতার অর্থ এই নয় যে, কংগ্রেস যা বলবে তাই মেনে নিতে হবে । শর্তসাপেক্ষে কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি CPI(M) সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে পথ চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক হয়ে করবে । কংগ্রেসের হাত ধরতে গিয়ে যেন কারও মনে না হয় যে বামপন্থী মতাদর্শ থেকে বিচ্যুত হচ্ছে CPI(M) ।

CPI(M) শীর্ষ নেতৃত্বের বক্তব্য, বামপন্থী এবং দক্ষিণপন্থী নীতি আদর্শ সম্পর্কে সতর্ক থাকতেই হবে ।

CPI(M) নেতৃত্বের মনে হয়েছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে গেলে কংগ্রেসের সাহায্য প্রয়োজন । আবার অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ মনে করছে, বামেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলে অপেক্ষাকৃত ভালো ফল হবে আসন্ন বিধানসভা নির্বাচনে । আসন্ন পুরসভা নির্বাচনেও বাম-কংগ্রেস যৌথভাবে লড়াই করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কে কোন কেন্দ্রে প্রার্থী দেবে সে বিষয়টি স্পষ্ট না হলেও তৃণমূল এবং BJPএর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে জোটবদ্ধভাবে লড়বেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব, এটা নিশ্চিত ।

সীতারাম ইয়েচুরির সঙ্গে অতীতেও বৈঠক হয়েছে রাহুল গান্ধির । রাজ্যের দুই রাজনৈতিক দলের কর্মীরা সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় জানতে চাইছেন কবে হবে CPI(M) এবং কংগ্রেসের দিল্লির নেতৃত্বের বৈঠক ।
বাম নেতৃত্বের দাবি, BJP-এর সাহায্যে বামপন্থী দলগুলির দখল হওয়া অফিসগুলো পুনরুদ্ধার করার ঘটনায় কখনওই যেন মানুষের মধ্যে এমন ধারণা না হয়, যে BJP-এর সঙ্গে বাম শক্তির গোপন আঁতাত হয়েছে । সেই বার্তা দিতেই আপাতত মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট । CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পষ্ট বার্তা দিয়েছেন এ রাজ্যে তৃণমূল এবং BJP-এর বিরুদ্ধে তাদের মূল লড়াই হবে ।

প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে, যেভাবেই হোক BJP বা তৃণমূলকে এড়িয়ে চলতে হবে । দলের জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে, স্থানীয়ভাবে CPIM)-এর সঙ্গে যৌথভাবে এলাকায় জনসংযোগ বাড়াতে হবে । তৃণমূল এবং BJP-র আক্রমণকে প্রতিহত করতে সংঘবদ্ধ লড়াই হবে একমাত্র পরিত্রাণের পথ ।

তৃণমূল স্তরের বামপন্থী কর্মীদের মধ্যে কংগ্রেস সম্পর্কে যাতে কোনও ছুঁৎমার্গ না থাকে সে বিষয়টি নিয়ে ব্লক স্তরে আলোচনা করছে বামেরা । দুই দলেরই দাবি, আগামী দিনে আন্তরিকতার সঙ্গে বাম এবং কংগ্রেস দুটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং BJP-এর বিরুদ্ধে লড়াই করতে চাইছে ।

ABOUT THE AUTHOR

...view details