কলকাতা, 19 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতিকে সমন দিল বিধায়ক-সাংসদদের জন্য গঠিত বিশেষ আদালত ৷ আগামী 22 ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে তাঁর আইনজীবীও ওইদিন হাজিরা দিতে পারেন অমিত শাহর পক্ষ থেকে৷ আদালতের নির্দেশে এই বিষয়টিও বলা আছে৷ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছে আদালত ৷
2018 সালের 11 অগস্ট অমিত শাহ কলকাতার মেয়ো রোডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন । অমিত শাহ দাবি করেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে যে 3 লক্ষ 59 হাজার কোটি টাকা দিয়েছিল, তা লুটে নিয়েছে সিন্ডিকেট এবং ভাইপো ।