কলকাতা, 15 মার্চ:ধীরে ধীরে কাটছে জোটের জট ৷ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ৷ তাদের এ বারের তালিকায় রয়েছে 34 জন প্রার্থীর নাম ৷ এই 34 জনের মধ্যে 20 জনই বিধায়ক ৷ এই তালিকায় রয়েছে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিধায়ক সুখবিলাস বর্মার মতো হেভিওয়েট কয়েকটি নাম ৷ খুব শিগগিরই আরও 9টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে ৷
2021-এর নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে রুখতে জোট বেঁধে লড়ছে বাম, কংগ্রেস ও আইএসএফ ৷ তবে আসন রফা নিয়ে জটিল হয়েছিল জোটের জট ৷ আইএসএফ-এর নানা দাবি মানতে নারাজ ছিল অধীর চৌধুরীর দল ৷ তবে হাইকম্যান্ডের নির্দেশেই ধীরে ধীরে কেটেছে জটিলতা ৷ প্রথম দফার পর রবিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস হাইকম্যান্ড ৷
কথা হয়েছে যে, মোর্চার জোটের হয়ে 92টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস ৷ আগেই ঘোষণা করা হয়েছে 16টি নাম ৷ প্রথমে 13টি ও তারপরে 3টি নাম ঘোষণা করেছিল কংগ্রেস ৷ রবিবার আরও 34 জন প্রার্থীর নাম ঘোষণা হল ৷ ফলে 92টি আসনের মধ্যে এখনও পর্যন্ত 50টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস ৷
আরও পড়ুন:দলের খোলনলচে বদলাতে চেয়েই কি প্রচারে বাদ কপিল, গুলামরা ?
এই তালিকায় জানানো হয়েছে, চাঁপদানি কেন্দ্র থেকে লড়বেন কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান ৷ জলপাইগুড়ি আসনে দাঁড়িয়েছেন বিধায়ক সুখবিলাস বর্মা ৷ আলিপুরদুয়ারের প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায় ৷ মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়বেন বিধায়ক শঙ্কর মালাকার ৷ বহরমপুরে প্রার্থী হয়েছেন আর এক বিধায়ক মনোজ চক্রবর্তী ৷ আমতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিধায়ক অমিত মিত্র ৷ শ্যামপুর আসনে লড়বেন অমিতাভ চক্রবর্তী ৷
আরও পড়ুন :জোটধর্ম ভেঙে হারিয়েছিল সেলিমকে, রায়গঞ্জে সিপিএম-এর কাছে ক্ষমা চাইল কংগ্রেস
খুব শিগগিরই বাগদা, কালচিনি, বরাহনগর, ভাটপাড়া, ক্যানিং পশ্চিম, কুলটি, জয়পুর, শান্তিপুর ও ফলতায় কংগ্রেস প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ৷
আইএসএফ-এর সঙ্গে কিছুতেই আসন সমঝোতা হচ্ছিল না কংগ্রেসের ৷ বারবার প্রকাশ্যে এসেছে মোর্চার জোটের জটিলতা ৷ এরই মধ্যে নির্দেশ আসে কংগ্রেস হাইকম্য়ান্ডের থেকে ৷ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করেন ৷ এরপরই খুলতে শুরু করে জোটের জট ৷ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তাতে কোনও সন্দেহ নেই ৷ এই জোট তৃণমূল ও বিজেপিকে জোর টক্কর দেবে বলে মনে করছেন অনেকেই ৷