কলকাতা, 17 মার্চ : ভোটের আগে খাস কলকাতায় তৃণমূল কর্মীদের লক্ষ করে বোমাবাজি । অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মঙ্গলবার রাতে ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছিতে তৃণমূলের দলীয় কার্য়ালয়ের সামনে বোমাবাজি হয় । ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় । বোমার আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী । প্রায় 10 থেকে 12 টি বোমা উদ্ধার হয় ।
কাঁকুড়গাছিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি, আহত 1
মঙ্গলবার তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি হয় ৷ ঘটনায় এক তৃণমূল কর্মী আহত হন ৷
আরও পড়ুন :হাবরায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 11টা । দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইক নিয়ে তৃণমূলের কার্যালয়ের সামনে আসে ৷ আচমকা রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের লক্ষ করে পরপর দু'টি বোমা ছোঁড়ে । এর মধ্যে একটি বোমা ফেটে যায় ৷ অপরটি দূরে গিয়ে পড়ে । বোমার শব্দে কেপে ওঠে গোটা এলাকা । আতঙ্কিত মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন ৷ তাঁরা দেখেন বোমা ভরতি ব্যাগ পড়ে রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকতলা থানা ও ফুলবাগান থানার পুলিশ । আসেন ডেপুটি কমিশনার অজয় প্রসাদ । লালবাজার থেকে পুলিশের একটি দল সেখানে পৌঁছায় ৷ বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় । বোমা উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করা হয় । এলাকার তৃণমূল কর্মীদের দাবি, ওই অভিযুক্তরা বিজেপি আশ্রিত । বাইকটি আটক করা হয়েছে । যদিও বিজেপির তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷