পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তৃণমূলের হেভিওয়েটদের বিরুদ্ধে লড়বেন বিজেপির তারকারা

বিজেপির তরফে ঘোষণা হওয়া তৃতীয় প্রার্থী তালিকাতেও তারকাদের ভিড় ৷ কয়েকজনকে আবার প্রার্থী করা হয়েছে রাজনৈতিক ভাবে হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে ৷ তালিকায় রয়েছেন - রুদ্রনীল ঘোষ, পার্নো মিত্র ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অনেকে ৷

তৃণমূলের হেভিওয়েটদের বিরুদ্ধে লড়বেন বিজেপির তারকারা
তৃণমূলের হেভিওয়েটদের বিরুদ্ধে লড়বেন বিজেপির তারকারা

By

Published : Mar 18, 2021, 8:18 PM IST

কলকাতা, 18 মার্চ : বিজেপির তরফে ঘোষণা হওয়া তৃতীয় প্রার্থী তালিকাতেও তারকাদের ভিড় ৷ তাঁদের কেউ সদ্য যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে, তো আবার কেউ এসেছেন বেশ কয়েকমাস আগেই ৷ তার উপর কয়েকজনকে আবার প্রার্থী করা হয়েছে রাজনৈতিক ভাবে হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে ৷

আর এই তালিকায়ে প্রথম যে দু’টি নাম আসতে পারে, তা হল - রুদ্রনীল ঘোষ ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ রুদ্রনীলকে প্রার্থী করা হয়েছে ভবানীপুর বিধানসভা আসন থেকে ৷ যে আসনের বর্তমান বিধায়কের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে মমতা এবার লড়ছেন না ঠিকই ৷ কিন্তু তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে ৷

অন্যদিকে বেহালা পশ্চিমের বিধায়ক রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ দলের মহাসচিবকে এবারও ওই কেন্দ্র থেকেই প্রার্থী করেছে তৃণমূল ৷ আর বিজেপি হেভিওয়েট পার্থর বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে দিল টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকে ৷ যিনি কয়েকদিন আগেই গেরুয়া শিবিরের সদস্য হয়েছেন ৷

অভিনেত্রী পার্নো মিত্রকেও প্রার্থী করেছে বিজেপি ৷ তিনি লড়ছেন হেভিওয়েট তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়ের বিরুদ্ধে ৷ তাপসবাবু বরানগরের বিধায়ক ৷ ফলে ওই কেন্দ্রে পার্নোর লড়াই যে সহজ হবে না, তা বলাই যায় ৷

এই তালিকায় আরও একটা উল্লেখযোগ্য নাম অগ্নিমিত্রা পল ৷ তাঁকে আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ৷ ফলে ওই কেন্দ্রটি কার্যত তারকার লড়াইয়ের ক্ষেত্রতে পরিণত হল ৷ কারণ, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ ৷

এছাড়াও একাধিক উল্লেখযোগ্য প্রার্থী রয়েছেন ৷ বালিতে প্রার্থী করা হয়েছে সেখানকার বিধায়ক বৈশালী ডালমিয়াকে ৷ মানিকতলায় প্রার্থী হয়েছেন কল্যাণ চৌবে ৷ দমদমে ব্রাত্য বসুর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে বিমলশঙ্কর নন্দ ৷

ABOUT THE AUTHOR

...view details