কলকাতা, 15 মার্চ :বিজেপির প্রার্থী তালিকায় কেন তৃণমূল থেকে আসা নেতাদের নাম, সেই প্রার্থীদের বদলের দাবিতে সোমবার দিনভর দফায় দফায় বিক্ষোভ হল হেস্টিং অফিসে । রাত নামলেও বিক্ষোভ থামেনি ৷ বিজেপির হেস্টিংস অফিসের বাইরে পুলিশের ব্যারিকেডেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷
দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে শান্তনু বাপুলিকে প্রার্থী করেছে বিজেপি । উনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন । হাওড়ার উদয়নারায়পুরে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন ও পাঁচলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মোহিত ঘান্টি । এই তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ শুরু হয় ।
বিজেপির হেস্টিংস অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন হাওড়ার পাঁচলা এলাকার কর্মী-সমর্থকরা ৷ তাঁদের একটাই দাবি, অবিলম্বে ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সরাতে হবে ! ওই প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলেও বিক্ষোভকারীদের দাবি ৷ তাঁদের অভিযোগ, পাঁচলায় বিজেপির প্রার্থীর বিরুদ্ধে তোলাবাজি, নারীপাচারের অভিযোগ রয়েছে ৷ তাই প্রার্থী প্রত্যাহার অবিলম্বে করতে হবে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, দাবি না মানা হলে অবস্থান চলতে থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷