পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসল পরিবর্তন কেমন হবে ? ব্রিগেডে জানিয়ে গেলেন মোদি - Narendra Modi at Brigade

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Mar 7, 2021, 12:34 PM IST

Updated : Mar 7, 2021, 3:43 PM IST

15:31 March 07

বঙ্গ ভোটের বাকি আর তিন সপ্তাহ । তার আগে আজ ব্রিগেডে বিজেপির মেগা সমাবেশ । প্রায় দশ লাখ কর্মী-সমর্থক আজ ব্রিগেডের সমাবেশে আসবেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ ।

রাজ্য রাজনীতিতে এখন সবথেকে চর্চিত স্লোগান খেলা হবে । আজ ব্রিগেডের সভায় নরেন্দ্র মোদির গলাতেও শোনা গেল সেই কথা । বললেন, "তৃণমূলের খেলা শেষ, বিকাশ শুরু ।" তিনি আরও বলেন, " ভয় পাবেন না । নির্ভয়ে ভোট দিন । বিজেপিকে ভোট দিন ।" রাজ্যের শাসকদলের নেত্রী বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদি ও অন্যান্য বিজেপি নেতাদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেছেন । সেই প্রসঙ্গও উঠে আসে মোদির কথায় । প্রশ্ন করলেন, "এত রাগ কেন দিদি ?"

15:27 March 07

কিছুদিন আগেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক স্কুটার নিয়ে রাস্তায় নেমেছিলেন মমতা । স্কুটার চালাতে গিয়ে পড়েও যাচ্ছিলেন । সেই প্রসঙ্গ টেনে আজ নরেন্দ্র মোদি বলেন, " ভাগ্যিস দিদি স্কুটার থেকে পড়ে যাননি । পড়ে গেলে যে রাজ্যে সেই স্কুটি তৈরি হয়েছিল, সেই রাজ্যকেই শত্রু ভেবে বসতেন ।"

15:22 March 07

সবাই আপনাকে দিদি হিসেবে দেখেছিল । আপনি কেন শুধুমাত্র একজনের পিসি হয়ে গেলেন ? ব্রিগেডের মঞ্চ থেকে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুললেন নরেন্দ্র মোদি ।

15:16 March 07

বিজেপি সরকার গঠন করলে ঝুপড়িবাসীদের পাকা বাড়ি দেওয়া হবে । ব্রিগেডের সভা থেকে আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি ।

15:09 March 07

রাজ্যকে আরও একবার দেশের মধ্যে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন মোদি । বললেন, "কলকাতা (সিটি অফ জয়)-কে সিটি অফ ফিউচার বানাতে হবে ।কলকাতাকেও সেরা শহরের তালিকায় নিয়ে আসতে হবে ।" রাজ্যের শাসকদলের সদিচ্ছার অভাবেই কলকাতা বিমানবন্দরের কাজ আটকে আছে বলে দাবি করেন নরেন্দ্র মোদি ।

15:05 March 07

শুধু মমতাই নয়, সংযুক্ত মোর্চায় কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা নিয়েও বামেদের কটাক্ষ করেন তিনি । বললেন, "বামপন্থীরা একসময় বলতেন কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও । এভাবেই বামেরা ক্ষমতায় এসেছিল । তিন দশক ক্ষমতা ভোগ করেছিল । আজ আমি প্রশ্ন করতে চাই আজ সেই কালো হাত সাদা কীভাবে হয়ে গেল ? যে হাত একদিন ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলা হত, আজ সেই হাতেরই আশীর্বাদ নিয়ে চলছে ।"

14:59 March 07

ভোটের সময় নয়, সবসময় পাশে থাকব । ব্রিগেড থেকে আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি । বললেন, "বাংলা যা যা হারিয়েছে, সব ফেরত পাবে ।" গরিব ছেলে-মেয়েটাও ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে । ঝুপড়ি থেকে উঠে আসা ছেলেটাও ভালো পড়াশোনার সুযোগ পাবে । আসল পরিবর্তনের পক্ষে সওয়াল করে বললেন নরেন্দ্র মোদি ।

14:54 March 07

ব্রিগেডের ভিড় দেখে তিনি বলেন, অনেকেই মনে করছেন আজকেই 2 মে এসে গিয়েছে । বলেন, "এই ব্রিগেড থেকে আমি আসল পরিবর্তনে প্রতিশ্রুতি দিচ্ছি । বাংলার পুনর্নির্মাণ, সংস্কৃতির রক্ষা, শিল্প তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি ।বাংলার উন্নয়নের জন্য 24 ঘণ্টা কাজ করা হবে । প্রতি মুহূর্তে আপনাদের জন্য বাঁচব, আপনাদের সেবা করব ।"

14:52 March 07

"আজ আসল পরিবর্তনের জন্য সবাই এসেছেন । বাংলা কখনও পরিবর্তনে আশা ছাড়েনি । এখানে বিজেপি সরকার তৈরি হলে তবেই আসল পরিবর্তন আসবে । আসল পরিবর্তন মানে, যেখানে শিক্ষা ও কর্মসংস্থান হবে, যেখানে মানুষকে পালিয়ে বেড়াতে হবে না, যেখানে একুশ শতকের আধুনিক পরিকাঠামো থাকবে, যেখানে প্রতিটি ক্ষেত্রের মানুষের সমান ভাগীদারি থাকবে, যেখানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসই মন্ত্র হবে, যেখানে অনুপ্রবেশ বন্ধ হবে । বাংলায় এবার আসল পরিবর্তন হবে । কাউকে কাজের জন্য বাইরে যেতে হবে না । সর্বত্রই উন্নয়ন হবে ।"

14:43 March 07

"রাজনৈতিক জীবনে অনেক সমাবেশ দেখেছি । কিন্তু এতগুলি বছরে আমি এত বড় জনসমাবেশ আগে দেখিনি । যখন আমি হেলিকপ্টার থেকে দেখছিলাম, মাঠে তো জায়গা ছিলই না, রাস্তাতেও প্রচুর মানুষের ভিড় ছিল ।" বললেন নরেন্দ্র মোদি । তিনি আরও বলেন, "স্বাধীনতা সংগ্রামে বাংলার মাটি প্রেরণা যুগিয়েছে। বাংলার মনীষীরা এক ভারত, শক্তিশালী ভারত গড়তে সাহায্য করেছেন । "

তিনি বলেন, "বাংলা পরিবর্তনের জন্য মমতাদির উপর ভরসা রেখেছিলেন । কিন্তু দিদি ও তাঁর লোকেরা বাংলার মানুষের সেই ভরসা ভেঙে দিয়েছেন । বাংলাকে অপমান করেছেন দিদি ।" নতুন সরকারের পক্ষে সওয়াল তুলে নরেন্দ্র মোদি বলেন, "বাংলা চায় প্রগতিশীল বাংলা, বাংলা চায় সোনার বাংলা ।"

14:37 March 07

"রাজনৈতিক জীবনে অনেক সমাবেশ দেখেছি । কিন্তু এতগুলি বছরে আমি এত বড় জনসমাবেশ আগে দেখিনি । যখন আমি হেলিকপ্টার থেকে দেখছিলাম, মাঠে তো জায়গা ছিলই না, রাস্তাতেও প্রচুর মানুষের ভিড় ছিল ।" বললেন নরেন্দ্র মোদি ।

14:28 March 07

ব্রিগেডের মঞ্চে এসে পৌঁছালেন নরেন্দ্র মোদি ৷ তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মিঠুন চক্রবর্তী ।

14:24 March 07

ব্রিগেডের মাঠে এসে পৌঁছালেন নরেন্দ্র মোদি ৷ তাঁকে স্বাগত জানাতে উঠল জয় শ্রীরাম স্লোগান ৷ একইসঙ্গে মোদি-নামে মুখরিত ব্রিগেডের মাঠ ৷ 

14:11 March 07

"আর কয়েকদিন মধ্যে বাংলায় নতুন সরকার গঠন হতে চলেছে ৷ আর কোনও খেলা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না ৷" বললেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী । বাংলায় এবার নরেন্দ্র মোদির নেতৃত্ব উন্নয়ন হবে বলেও আশ্বাস দেন তিনি । পাশাপাশি, কর্মসংস্থান, শিল্প হবে বলেও জানান তিনি । বাংলায় প্রতিবছর এসএসটি ও টেট পরীক্ষা হবে বলেও আশ্বাস দেন বিজেপি নেত্রী ।

14:08 March 07

রেসকোর্সের মাঠে এসে নামল নরেন্দ্র মোদির হেলকপ্টার ৷ স্লোগানে, মোদি-নামে মুখরিত হয়ে উঠল ব্রিগেডের মাঠ ৷

14:06 March 07

ব্রিগেডের মাঠের আকাশে ইতিমধ্যে দেখা যেতে শুরু করেছে নরেন্দ্র মোদির হেলিকপ্টার ৷ আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উঠবেন ৷ ব্রিগেডের মাঠ থেকে উঠতে শুরু করেছে নরেন্দ্র মোদির নামে স্লোগান ৷ 

14:04 March 07

ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখছেন বিজেপি নেতা মুকুল রায় ৷ বাকি বিজেপি নেতাদের মতো তিনিও সোনার বাংলা গড়ার পক্ষে সওয়াল তুললেন ৷ বাংলায় বিজেপি ইতিমধ্যেই 136 জন কর্মীকে হারিয়েছে বলেও আজ জানান মুকুল রায় ৷

13:56 March 07

ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখছেন মিঠুন চক্রবর্তী ৷ অভিনেতা বক্তব্য দিতে শুরু করতেই বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধন ভাঙা উচ্ছাস ৷ বললেন, "আজকের দিনটা আমারা কাছে স্বপ্নের মতো ৷ জীবনে অনেক স্বপ্ন দেখেছি ৷ কিন্তু এমন স্বপ্ন দেখিনি ৷ আজকের মঞ্চে দেশের বড় বড় নেতারা আসবেন ৷ এত বড় মঞ্চে দাঁড়ানোর স্বপ্ন দেখিনি ৷" নিজের অতি পরিচিত একটি সংলাপ আজ ব্রিগেডের মঞ্চে বললেন তিনি, "আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো... এক ছোবলেই ছবি ৷ "

13:42 March 07

 "মমতা চেয়ারম্যান, ভাইপো এমডি ৷ আর বাকি সবাই ল্যাম্পপোস্ট ৷ তৃণমূল এখন একটা প্রাইভেট লিমিটেড কম্পানি ৷ যাঁরা উন্নয়ন চান, তাঁরা ওই দলে থাকতে পারেন না ৷" ব্রিগেডের মঞ্চ থেকে বললেন শুভেন্দু অধিকারী ৷ সওয়াল তুললেন সোনার বাংলা গড়ার পক্ষে ৷

পাশাপাশি বাম-কংগ্রেস-আইএসএফের সংযুক্ত মোর্চাকে কটাক্ষ করে বলেন, হ-য-ব-র-ল জোট ৷ তৃণমূলের হয়ে প্রচার করছেন ত্বহা সিদ্দিকী ৷ বামেদের হয়ে প্রচার করেছেন আর এক পীরজাদা ৷ তৃণমূল জিতলে বাংলা কাশ্মীর হয়ে যাবে ৷ মিঠুনদা-আমি একসঙ্গে অনেক প্রচার করেছি ৷ বাংলা ধ্বংস হয়ে যাক, মিঠুনদা তা চান না ৷  

তৃণমূলের ভোটকুশলী প্রসঙ্গে বলেন, "500 কোটি টাকা দিয়ে বুদ্ধি কিনেছে তৃণমূল ৷"

একইসঙ্গে নন্দীগ্রাম থেকে মমতাকে হারানোর হুঙ্কার আরও একবার দিয়ে রাখলেন তিনি ৷ বললেন, " 20 বছর নন্দীগ্রামে কাজ করেছি ৷ আমি আত্মবিশ্বাসী ৷ আমি জিতবই ৷ আমি ভোট দেব, মমতা টেলিভিশনে বসে দেখবেন ৷" মমতাকে প্রাক্তন বিধায়কের প্যাড ছাপিয়ে রাখার পরামর্শও দেন শুভেন্দু ৷

13:29 March 07

তৃণমূলকে কেউ আর ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না । ব্রিগেডের সভায় বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । বিজেপির রাজনীতির সমন্বয়ের রাজনীতি বলেও দাবি করেন তিনি । বললেন, "বাংলায় প্রকৃত পরিবর্তন চাই । তৃণমূলের ফেয়ারওয়েল সেরিমনি চলছে বাংলায় ।"

সংযুক্ত মোর্চার ব্রিগেড থেকে যেভাবে আব্বাস সিদ্দিকী ভাগীদারির কথা বলেছেন সেই প্রসঙ্গে আজ শমীক বলেন, "কমিউনিস্টরা দেশভাগের পক্ষে ছিলেন । আবার বাংলাকে ভাগ করার পরিকল্পনা করছে । আবার ভাগীদারির কথা হচ্ছে ।"  

এই ব্রিগেড আজ আর শুধু বিজেপির ব্রিগেড নেই । এই ব্রিগেড আজ ভাইজানের ভাগীদারির প্রতিবাদ জানিয়েছে । এমনটাই মনে করছেন শমীক ।

13:26 March 07

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন নরেন্দ্র মোদি । কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন ব্রিগেডের মাঠে । প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতারা ।

13:18 March 07

ব্রিগেডের সভায় বক্তব্য রাখছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ।

13:07 March 07

"একুশে সোনার বাংলা তৈরি হবে ।" ব্রিগেডের মাঠে আত্মবিশ্বাসী লকেট । সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশে যেভাবে অধীর চৌধুরী এবং আব্বাস সিদ্দিকীর স্নায়ুযুদ্ধ চলেছিল, সেই প্রসঙ্গ টেনে জোটকে কটাক্ষ করেন তিনি । "ভাইজানদের ব্রিগেড" বলেও কটাক্ষ করেন তিনি । একইসঙ্গে রাজ্যের শাসকদলের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি । রাজ্যে কর্মসংস্থানের অভাব থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মমতার সরকারকে আক্রমণ করেন তিনি ।

রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "উন্নয়ন না করে এখন ভয় দেখাচ্ছেন । 2 মে ম্যাজিক হবে প্রতিটি ইভিএমে । কোনও খেলা হবে না । কথায় কথায় বলছে খেলা হবে । মানুষ কি ফুটবল নাকি ? খেলা হবে কাকে বলে মানুষ দেখিয়ে দেবে ।"

লকেটের কথায়, "ব্রিগেডে মানুষের সুনামি এসেছে । 10 বছরে তৃণমূল সরকার মানুষকে শেষ করেছে । এত বড় বড় বিজ্ঞাপণের পয়সা কোথা থেকে আসে । বিজ্ঞাপনে 15 কোটি, দিদির পায়ে হাওয়াই চটি । তৃণমূল পিসি ভাইপোর সিন্ডিকেট কোম্পানি । "কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা করার বিষয়ও উঠে আসে লকেটের জ্বালাময়ী ভাষণে ।

13:06 March 07

ব্রিগেডের মঞ্চে এসে পৌঁছেছেন দীনেশ ত্রিবেদী । গতকালই তিনি নয়াদিল্লিতে জে পি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন ।

13:04 March 07

"আমাদের দাদা, সবার দাদা মিঠুন চক্রবর্তী ।" অভিনেতাকে পাশে নিয়ে বললেন বিজেপি সাংসদ অর্জুন সিং । রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "সাড়ে পাঁচ লাখ সরকারি পদ খালি রয়েছে । কিন্তু মমতা-সরকার সেই শূন্যপদ পূরণ করছে না । প্যারা-টিচারদের প্রাপ্য দিচ্ছে না রাজ্য সরকার ।"

12:57 March 07

বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী । তবে এখনই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই সূত্রের খবর । রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় তাঁকে বিজেপির হয়ে প্রচারে দেখা যেতে পারে ।

12:23 March 07

ব্রিগেডের মঞ্চে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । মঞ্চে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ও । মিঠুন মঞ্চে আসতেই তাঁকে প্রণাম করতে ছুটলেন সুনীল মণ্ডল । 

Last Updated : Mar 7, 2021, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details