কলকাতা, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ভোটারদের টানতে আসরে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মমতার সেই ভোট কাটতে পাল্টা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পাল্টা মাঠে নামাল বিজেপি ৷ আর এই দ্বৈরথকে ঘিরেই নারী দিবসে জমজমাট তৃণমূল বনাম বিজেপির ভোট রাজনীতি ৷ বাংলায় নারী সুরক্ষা ও নারী অধিকার নিয়ে সরব হন বিজেপি সাংসদ ৷ নারী পাচার থেকে কামদুনি ও পার্কস্ট্রিট গণধর্ষণের ঘটনা সব নিয়ে এদিন শাসক দল তৃণমূলকে নিশানা করেন লকেট চট্টোপাধ্যায় ৷
আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবসে মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের আবহে যে মিছিলের উদ্দেশ্য ছিল রাজ্যের মহিলা ভোটারদের নিজের পক্ষে নেওয়া ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চেষ্টাকে ব্যর্থ করতে বিজেপির হয়ে আসরে নামলেন লকেট চট্টোপাধ্যায় ৷ হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে বাংলার নারী অধিকার এবং নারী সুরক্ষা নিয়ে সরব হলেন লকেট ৷ এ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘‘কন্যাশ্রী, রূপশ্রী পরে করবেন ৷ আগে বাংলার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করুন মুখ্যমন্ত্রী ৷ পার্কস্ট্রিট ও কামদুনির নির্যাতিতাদের সুবিচার দিক তৃণমূল সরকার ৷’’