কলকাতা, 15 মার্চ : রেলের ভবনে আগুন নেভাতে গিয়ে দমকলের অস্থায়ী কর্মীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করল বিজেপি ৷ সোমবার দলের এক সাংবাদিক বৈঠকে এই নিয়ে একাধিক অভিযোগ তোলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ৷ তাঁর দাবি, ওই কর্মীদের সঙ্গে অন্যায়-অবিচার হচ্ছে ৷ কিন্তু কাজ হারানোর ভয়ে তাঁরা কেউ প্রকাশ্যে আসতে চাইছেন না ৷
ওই সাংবাদিক বৈঠকে জয়প্রকাশবাবু দাবি করেন যে রাজ্যে দমকল বিভাগে 3 হাজার অস্থায়ী কর্মী রয়েছেন ৷ তাঁদের তরফে এক প্রতিনিধি দল এদিন তাঁর সঙ্গে দেখা করেন ৷ কিন্তু প্রতিবাদ-আন্দোলন করলে চাকরি যাবে, এই শর্তেই তাঁদের কাজ দেওয়া হয়েছে, তাই তাঁরা প্রকাশ্যে আসতে চাইছেন না ৷
জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, 2012 সাল থেকে দমকলে অস্থায়ী কর্মী নেওয়া হচ্ছে ৷ দৈনিক 289 টাকা মজুরিতে কাজ করানো হয় ৷ মাসে 22 দিন কাজ পান তাঁরা ৷ যাতে ওই কর্মীদের ক্যাজুয়াল কর্মীর মর্যাদা দিতে না হয়, তাই 89 দিনের চুক্তি করা হয় ৷ এত কম টাকায় কাজ করলেও গত তিন বছরে আগুন নেভাতে গিয়ে 5 জন অস্থায়ী দমকলকর্মীর মৃত্যু হয় বলে তিনি অভিযোগ করেছেন ৷