কলকাতা, 1 মার্চ : শাসকদলের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ রায়ের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলল বিজেপি । এই ইস্যুতে কলকাতার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে পোস্টাল ব্যালট চুরির আশঙ্কা করলেন বিজেপি নেতৃত্ব ।
মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে সোমবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এই অভিযোগ করেন । তিনি বলেন, "গত 27 ফেব্রুয়ারি নির্বাচনী বিধি চালু হয়ে যাওয়ার পর ওইদিন সন্ধ্যায় একটি মসজিদের মধ্যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম নির্বাচনী সভায় বিজেপিকে হারানোর আহ্বান জানান । নির্বাচনী বিধি চালু হওয়ার পর মসজিদে প্রচার নিয়ম বিরুদ্ধ । ওইদিন সন্ধ্যায় হাওড়ায় মন্ত্রী অরূপ রায় একটি কো-অপারেটিভের মাধ্যমে টাকা বিলি করেছেন । এটিও নির্বাচনী বিধি ভাঙার সামিল । এই দুই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি ।"