পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পঞ্চসায়রে প্রচারে বাধা বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করকে - election campaigning

রিঙ্কু নস্করের অভিযোগ, পঞ্চসায়রের মানুষকে গণতান্ত্রিক অদিকার তেকে বঞ্চিত করছে শাসকদল । ভোটদানে বাধা দেওয়ার জন্য পরিকল্পনা করে তাঁর প্রচারে বাধা দেওয়া হচ্ছে ।

রিঙ্কু নস্কর
রিঙ্কু নস্কর

By

Published : Mar 29, 2021, 1:03 PM IST

কলকাতা, 29 মার্চ : বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ । পঞ্চসায়রে প্রচারে গেলে পুলিশের তরফে যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ।

রাজ্যে ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে । তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রার্থীদের প্রচার । এবছর রয়েছে বেশ কিছু হাই ভোল্টেজ কেন্দ্র । যাদবপুর বিধানসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম । 2016-র বিধানসভা ভোটে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী জয়ী হন । সেসময় রাজ্যে বিজেপি ততটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি । কিন্তু গত লোকসভা নির্বাচন থেকে রাজ্যে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি । একুশের বিধানসভা ভোটে কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে পদ্ম শিবির । চলছে পাড়ায় পাড়ায় প্রচার ।

আরও পড়ুন :লক্ষ্য '21, BJP-তে বিদায়ি বাম কাউন্সিলর

পিয়ারলেস হাসপাতালের মূল দরজার সামনে থেকে আজ প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী রিঙ্কু নস্কর । সব ঠিকঠাক চলছিল । কিন্তু পঞ্চসায়র এলাকায় পৌঁছালে প্রচারে বাধা আসে । অভিযোগ, পদযাত্রায় বাধা দেয় পুলিশ । রিঙ্কু নস্কর বলেন, "নির্বাচনের সময় পুলিশের কাছে আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই । আমি প্রার্থী হিসেবে প্রচারে গিয়েছিলাম । কিন্তু আমাদের বাধা দেওয়া হয় ।" বিজেপি প্রার্থীর দাবি, এভাবে বাধা দিয়ে কোনও লাভ হবে না । কারণ এবারের বোটে বিজেপি জয়ী হবে আর সরকার গড়বে ।

বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা

ABOUT THE AUTHOR

...view details