কলকাতা, 29 মার্চ : বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ । পঞ্চসায়রে প্রচারে গেলে পুলিশের তরফে যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ।
রাজ্যে ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে । তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রার্থীদের প্রচার । এবছর রয়েছে বেশ কিছু হাই ভোল্টেজ কেন্দ্র । যাদবপুর বিধানসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম । 2016-র বিধানসভা ভোটে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী জয়ী হন । সেসময় রাজ্যে বিজেপি ততটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি । কিন্তু গত লোকসভা নির্বাচন থেকে রাজ্যে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি । একুশের বিধানসভা ভোটে কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে পদ্ম শিবির । চলছে পাড়ায় পাড়ায় প্রচার ।