কলকাতা, 23 ফেব্রুয়ারি : আগামী 7 মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে চলেছে বিজেপি৷ যে সভার মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর ওই সভাকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রচারের প্রাথমিক ঝড় তুলতে চাইছে বিজেপি৷ সেই কারণেই ব্রিগেডের জনসভায় কত সমর্থক আনতে হবে, সেই লক্ষ্যমাত্রাও বেঁধে দিল বঙ্গ বিজেপি৷ রাজ্যের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে যে মোদির জনসভায় অন্তত 10 লক্ষ সমর্থককে হাজির করতে হবে৷
বিজেপি সূত্রে খবর, আজ মঙ্গলবার দলের হেস্টিংস অফিস থেকে ব্রিগেডের জনসভা নিয়ে রাজ্য নেতৃত্বকে এই লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ তাঁর নির্দেশ, 2021 এর নির্বাচনী লড়াইয়ে ব্রিগেডের সভা সবচেয়ে শ্রেষ্ঠ হতে হবে৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সার্বিক লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পাশাপাশি কোন জোন থেকে কত সমর্থক হাজির করতে হবে, তার আরও একটা আলাদা টার্গেটও বেঁধে দেওয়া হয়েছে৷ উত্তরবঙ্গ জোন থেকে 1 লক্ষ, নবদ্বীপ জোন থেকে 3 লক্ষ, হাওড়া-হুগলি ও মেদনীপুর জোন থেকে 2 লক্ষ রাঢ়বঙ্গ জোন থেকে 3 লক্ষ এবং কলকাতা জোন থেকে 1 লক্ষ সমর্থক হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে৷