কলকাতা, 10 মার্চ : বোমা উদ্ধার হল দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকা থেকে ৷ আর এই নিয়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য ৷ তাঁর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই একটা শিল্প যা বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে ৷’’
আর এই একটা শিল্প বলতে তিনি যে বোমা শিল্পের কথা বলছেন, তা বোঝাতে তিনি সংবাদসংস্থার একটি টুইট বুধবার সকালে রিটুইট করেন ৷ সংবাদসংস্থার তরফে ওই টুইটটি মঙ্গলবার করা হয়েছিল ৷ তাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকায় বোমা উদ্ধারের খবর ছিল ৷ সেই সূত্র ধরেই অমিত মালব্য টুইটে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর সরকারকে ৷