পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শুধু বোমা শিল্পই বেড়েছে মমতার রাজ্যে, টুইটে কটাক্ষ অমিত মালব্যর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বোমা উদ্ধার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য ৷ এই নিয়ে তিনি বুধবার টুইট করেন ৷

শুধু বোমা শিল্পই বেড়েছে মমতার রাজ্যে, টুইটে কটাক্ষ অমিত মালব্যর
শুধু বোমা শিল্পই বেড়েছে মমতার রাজ্যে, টুইটে কটাক্ষ অমিত মালব্যর

By

Published : Mar 10, 2021, 6:07 PM IST

কলকাতা, 10 মার্চ : বোমা উদ্ধার হল দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকা থেকে ৷ আর এই নিয়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য ৷ তাঁর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই একটা শিল্প যা বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে ৷’’

আর এই একটা শিল্প বলতে তিনি যে বোমা শিল্পের কথা বলছেন, তা বোঝাতে তিনি সংবাদসংস্থার একটি টুইট বুধবার সকালে রিটুইট করেন ৷ সংবাদসংস্থার তরফে ওই টুইটটি মঙ্গলবার করা হয়েছিল ৷ তাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকায় বোমা উদ্ধারের খবর ছিল ৷ সেই সূত্র ধরেই অমিত মালব্য টুইটে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর সরকারকে ৷

তবে তিনি একা নন ৷ এর আগে এই ধরনের খোঁচা আরও অনেক বিজেপি নেতা দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে ৷ বিজেপির তরফে বারবার অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গে দুষ্কৃতীরাজ বৃদ্ধি পেয়েছে ৷ তাই ঘরে ঘরে বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন :খড়গপুর সদরে হিরণে ভরসা বিজেপির

তাছাড়া গত কয়েক বছরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে ৷ শাসক শিবির ওই ঘটনাগুলিকে বাজি কারখানায় বিস্ফোরণ বলে দাবি করলেও বিরোধীরা তা মানতে চায়নি ৷ তাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা তৈরির কারখানা তৈরি করেছে ৷ এদিন অমিত মালব্য সেই প্রসঙ্গই তুলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details