পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসন বণ্টন নিয়ে দ্বন্দ্ব, জোটের বৈঠকে নেই আব্বাস সিদ্দিকি - বাম ও কংগ্রেস

আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকের আগেই আসন বণ্টন নিয়ে বাম-কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্ব আব্বাস সিদ্দিকfর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৷ আব্বাস সিদ্দিকি বিধানসভা ভোটে 40টি আসনের দাবি জানিয়েছেন ৷

west bengal assembly election 2021 abbas siddiqe and left congress has a tussel on seat dividation in west bengal assembly election
আসন বণ্টন নিয়ে দ্বন্দ্ব, জোটের বৈঠকে আব্বাস সিদ্দিকীর থাকা নিয়ে জল্পনা

By

Published : Feb 16, 2021, 3:28 PM IST

Updated : Feb 16, 2021, 5:55 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : বাম ও কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির দলের জোট নিয়ে এবার প্রশ্নচিহ্ন ৷ আসন সমঝোতা নিয়ে দুই তরফে শুরু হয়েছে টানাপোড়েন ৷ আর তার জেরেই আসন সমঝোতা নিয়ে বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বৈঠকে আব্বাস সিদ্দিকি থাকছেন না বলে সূত্রের খবর ৷

আর কয়েক ঘণ্টা পরেই কংগ্রেস ও বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসবে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ তবে, এরই মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। আব্বাস সিদ্দিকি বাম-কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দলের 40টি আসন প্রয়োজন ৷ কিন্তু, বাম ও কংগ্রেস সেই দাবি মানতে নারাজ ৷ তারা কোনওভাবেই 15-20টির বেশি আসন আব্বাস সিদ্দিকির দলকে দেওয়ার পক্ষে নয় ৷ গতকাল রাতে মহম্মদ সেলিম এবং সূর্যকান্ত মিশ্রের সঙ্গে আব্বাস সিদ্দিকির ভাই নওশাদের দীর্ঘক্ষণ এনিয়ে বৈঠকও হয় । বৈঠক শেষে এক বিবৃতিতে বামফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আব্বাস সিদ্দিক্কিকে আসন সমঝোতা নিয়ে নমনীয় হতে হবে। ফলে, বাম-কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোট না হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়েছে। এনিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে কংগ্রেস ও বামফ্রন্টের সমস্যা তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন : আসন রফা নিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে শীঘ্রই বৈঠক বাম-কংগ্রেসের

ফলে, আজকের বৈঠকে আলিমুদ্দিন স্ট্রিটে আব্বাস সিদ্দিকির বদলে তাঁর ভাই নওশাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷ তবে, কংগ্রেসের সঙ্গে তিনি কথা বলতে পারেন আসন সমঝোতা নিয়ে। যদিও ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকির পক্ষ থেকে 40টি আসনের দাবি জানানো হয়েছে। মুর্শিদাবাদ, দুই 24 পরগনা সহ মালদা এবং হাওড়ায় আসনগুলি চেয়েছে আব্বাস সিদ্দিকি । যা নিয়ে কংগ্রেস এবং বামফ্রন্টের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্পর্কের অবনতি শুরু হয়েছে। আব্বাস সিদ্দিকির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আসন সমঝোতা না হলে এককভাবেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল।

Last Updated : Feb 16, 2021, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details