কলকাতা, 16 ফেব্রুয়ারি : বাম ও কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির দলের জোট নিয়ে এবার প্রশ্নচিহ্ন ৷ আসন সমঝোতা নিয়ে দুই তরফে শুরু হয়েছে টানাপোড়েন ৷ আর তার জেরেই আসন সমঝোতা নিয়ে বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বৈঠকে আব্বাস সিদ্দিকি থাকছেন না বলে সূত্রের খবর ৷
আর কয়েক ঘণ্টা পরেই কংগ্রেস ও বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসবে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ তবে, এরই মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। আব্বাস সিদ্দিকি বাম-কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দলের 40টি আসন প্রয়োজন ৷ কিন্তু, বাম ও কংগ্রেস সেই দাবি মানতে নারাজ ৷ তারা কোনওভাবেই 15-20টির বেশি আসন আব্বাস সিদ্দিকির দলকে দেওয়ার পক্ষে নয় ৷ গতকাল রাতে মহম্মদ সেলিম এবং সূর্যকান্ত মিশ্রের সঙ্গে আব্বাস সিদ্দিকির ভাই নওশাদের দীর্ঘক্ষণ এনিয়ে বৈঠকও হয় । বৈঠক শেষে এক বিবৃতিতে বামফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আব্বাস সিদ্দিক্কিকে আসন সমঝোতা নিয়ে নমনীয় হতে হবে। ফলে, বাম-কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোট না হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়েছে। এনিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে কংগ্রেস ও বামফ্রন্টের সমস্যা তৈরি হয়েছে বলে সূত্রের খবর।