পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

20 দিনে 5 লাখের বেশি দূত নিয়ে বেজায় খুশি দিদি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

আরও একটা মাইলস্টোন ছুঁয়ে ফেলল তৃণমূল কংগ্রেসের ''দিদির দূত'' অ্যাপ । মাত্র 20 দিনের মধ্য়েই এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। মানুষের বিপুল সাড়ায় খুশি তৃণমূল ।

west bengal assembly election 2021: 5 lakh people downloaded didir doot app in 20 days
‘দিদির দূত’ অ্যাপে দারুণ সাড়া, মাত্র 20 দিনে ব্যবহারকারী ছাড়াল 5 লাখ

By

Published : Feb 24, 2021, 6:37 AM IST

Updated : Feb 24, 2021, 9:38 AM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি:তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রচার কর্মসূচি ‘দিদির দূত’ । ইতিমধ্যেই রাজ্যবাসীদের মধ্যে এই প্রচার কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছে । মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গত 20 দিনের মধ্যে ‘দিদির দূত’ অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে । মাত্র কুড়ি দিনের মধ্যে এই বিপুল সাড়ায় উচ্ছ্বসিত রাজ্যের শাসক দল ।

প্রেস বিবৃতিতে এ দিন স্পষ্টভাষায় জানানো হয়েছে, মাত্র কুড়ি দিনের মধ্যে 5 লক্ষ ‘দিদির দূত’ অ্যাপ ডাউনলোড করা হয়েছে । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাঁরা পছন্দ করেন, মূলত তাঁদের জন্যই এই অ্যাপ । গত 4 ফেব্রুয়ারি এই অ্যাপের উদ্বোধন হয় । তাই মাত্র কুড়ি দিনেরও কম সময়ে এই 5 লক্ষ অ্যাপ ডাউনলোড মমতার জনপ্রিয়তার পক্ষে সওয়াল করার জন্য যথেষ্ট বলে দাবি তৃণমূলের ।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়া ট্যুইটারে হ্যাশট্যাগ ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে । সেই সঙ্গে রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা কর্মসূচির কথা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তুলে ধরা হবে বলেও জানানো হয় ।

আরও পড়ুন:মোদির শিল্প-আশ্বাসের মোকাবিলায় নেত্রীর তুরুপের তাস কি সেই সিঙ্গুরই ?

যে কোনও স্মার্টফোনেই পাওয়া যাচ্ছে এই মোবাইল অ্যাপ্লিকেশন । অ্যাপের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে কোন দরকারে কোথায় যোগাযোগ করতে হবে । বেশ কয়েকটি বিভাগে রয়েছে পরিষেবা দেওয়ার বিকল্প । এর মধ্যে কোনও বিভাগে জনতাকে ‘দিদির দূত’ অর্থাৎ প্রতিনিধি হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে । কোনও বিভাগের নাম দিদির সঙ্গে কাজ করুন, বাংলার জন্য কাজ করুন । রাজ্যে এবং রাজ্যের বাইরেও ‘দিদি’ বলেই পরিচিত মুখ্যমন্ত্রী । স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে বহুবার ‘দিদি’ সম্বোধন করেছেন । তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অ্যাপের নামেও ‘দিদি’ শব্দটি বেছে নেওয়া হয়েছে ।

অ্যাপে মুখ্যমন্ত্রীকে নিজেদের অভাব অভিযোগ জানিয়ে চিঠি লেখার জন্যও থাকছে আলাদা বিভাগ । নাম ‘দিদির সঙ্গে যোগাযোগ করুন’ । এ ছাড়া মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি, প্রকল্প সম্পর্কে সাম্প্রতিকতম খবর পাওয়ার জন্যও রাখা হয়েছে আলাদা বিভাগ ‘দিদির কথা জানুন’ । বিশ্লেষকদের মতে, এই ভাবে সহজে মুখ্যমন্ত্রীর সব কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধার জন্যই দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এই অ্যাপ ।

Last Updated : Feb 24, 2021, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details