কলকাতা, 26 ফেব্রুয়ারি : ভোট নির্ঘণ্ট ঘোষণার দিনেই 12 সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল ৷ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।
শুক্রবার কালীঘাটে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের 12 সদস্যের নির্বাচনী কমিটির কথা জানান পার্থ চট্টোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য মতো শীর্ষ নেতারা ।