পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যজুড়ে বাড়তে পারে শীতের প্রকোপ - আলিপুর আবহাওয়া দপ্তর

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ফের আরও একবার তাপমাত্রার পারদ কমতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম ও দার্জিলিঙের পার্বত্য এলাকায় আগামী 48 ঘণ্টায় হতে পারে তুষারপাত।

weather
কলকাতা

By

Published : Jan 5, 2020, 2:18 PM IST

Updated : Jan 7, 2020, 12:43 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ কোথাও রোদের দেখা মেলেনি। যদিও আগামীকাল থেকে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতে পারে। তারই সঙ্গে আশা করা হচ্ছে রোদের দেখাও মিলতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ফের আরও একবার তাপমাত্রার পারদ কমতে পারে। তাতে রাজ্যজুড়ে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনাও রয়েছে। আগামীকাল থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে রাজ্যের সব জেলাতেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিকিম ও দার্জিলিং এর পার্বত্য এলাকায় আগামী 48 ঘণ্টায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


পশ্চিমী ঝঞ্ঝার দাপট কেটে গেলেও বঙ্গোপসাগর থেকে এখনও জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। এর ফলে মেঘলা রয়েছে আকাশ এবং পাশাপাশি রয়েছে কুয়াশাও । উত্তরবঙ্গের মালদা ,উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল কুয়াশা আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে ঘন কুয়াশার বার্তা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে ।

তাপমাত্রা বাড়বে না কমবে ? কী বলছেন আবহাওয়াবিদ দেখুন ভিডিয়োয়...

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জম্মু-কাশ্মীরে। এর ফলে 8 তারিখ অর্থাৎ বুধবারের পর থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আকাশ আংশিক মেঘলা হবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সকালে কলকাতা আকাশ আংশিক মেঘলা ছিল ৷ পাশাপাশি ছিল কুয়াশাও। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আগামী 24 ঘন্টার কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% ও সর্বনিম্ন 85 শতাংশ। তবে বৃষ্টি হয়নি।


এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা

  • কোচবিহার -9.1
  • দার্জিলিং- 1
  • জলপাইগুড়ি -12.2
  • কালিম্পং -6.5
  • মালদা -15.7
  • শিলিগুড়ি -8.5
  • আসানসোল -15.5
  • বাঁকুড়া -15.9
  • ব্যারাকপুর -14.1
  • বর্ধমান -15
  • ক্যানিং -13.6
  • ডায়মন্ড হারবার -14.8
  • দিঘা -13.9
  • দমদম -15.4
  • হলদিয়া -15.8
  • কলাইকুন্ডা -14
  • কলকাতা -14.8
  • মেদিনীপুর -15.5
  • পানাগড় -16.6
  • সল্টলেক -15.6
  • শ্রীনিকেতন -15.8
Last Updated : Jan 7, 2020, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details