কলকাতা, 11 ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও শীতের জোরালো ব্যাটিংয়ে কাঁপছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার আরও কমে 11-12 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে আগামী কয়েকদিনে । পশ্চিমে জেলাগুলোতে তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ।
শীতের ঝোড়ো ইনিংসে কাঁপবে শহর, ঠান্ডা থাকবে আরও তিনদিন - আপেক্ষিক আদ্রতা
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার আরও কমে 11-12 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে আগামী কয়েকদিনে ।
আগামী 72 ঘণ্টায় তাপমাত্রার পতন চলতেই থাকবে ,তাই আগামী তিনদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জাঁকিয়ে শীত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । তবে উত্তর থেকে দক্ষিণ- কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই ।
সকালে কলকাতায় হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 32 শতাংশ ।