কলকাতা, 4 অক্টোবর : উৎসাহী দর্শনার্থীদের সামনে বৃষ্টি প্রতিবন্ধকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে । বৃষ্টি উপেক্ষা করেই মহাষ্টমীর (Durga Puja 2022) সন্ধ্যায় ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে । দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই দিকেরই একই ছবি । এদিকে বৃষ্টিও (Rain) হয়ে চলেছে ৷
নবমীতেও কি পরিস্থিতি একই থাকবে ? আলিপুর আবহাওয়া দফতর বলছে, নবমীতেও বৃষ্টি হবে । অষ্টমীতে দুই মেদিনীপুর, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হয়েছে । আজ মহানবমীতে বৃষ্টি অসুরের ভূমিকায় অবতীর্ণ হতে পারে উত্তরবঙ্গে । উত্তরের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে হাওয়া অফিস । রাতভর বৃষ্টির কথাও বলা হয়েছে পূর্বাভাসে। উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টি আজ হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে । বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে ।
নবমীতে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি । কলকাতার আকাশ আগামী তিন থেকে চারদিন মেঘলা থাকবে (Kolkata Weather Update) । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । পশ্চিম, মধ্য এবং উত্তর পশিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে । এই জন্যই আগামিকাল, বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে ।
সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 13.8 মিলিমিটার । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে ।
আরও পড়ুন :সুখবর ! আজ-কাল বৃষ্টি হলেও ঠাকুর দেখা আটকাবে না