পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ষশেষে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের - Today Weather Report

আজ কলকাতায় আকাশ মেঘলা ছিল ৷ সকালের দিকে ছিল কুয়াশার দাপট ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49 শতাংশ ৷

Weather Report
আবহাওয়ার খবর

By

Published : Dec 26, 2019, 9:06 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : একদিকে পশ্চিমীঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্ত । এর জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আজ কলকাতায় আকাশ মেঘলা ছিল ৷ সকালের দিকে ছিল কুয়াশার দাপট ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49 শতাংশ ৷

আবহাওয়ার খবর

কলকাতার পাশাপাশির আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা ছিল ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । শনিবারের পর থেকে আকাশ ক্রমশ পরিষ্কার হতে শুরু করবে ৷ রবিবার থেকে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে ৷ বর্ষশেষে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷

আবহাওয়ার খবর

দেখে নেওয়া যাক গত ২৪ ঘণ্টায় জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা-

কোচবিহার 7.1 ডিগ্রি
দার্জিলিং 3 ডিগ্রি
জলপাইগুড়ি 8 ডিগ্রি
কালিম্পং 5 ডিগ্রি
মালদা 10.4 ডিগ্রি
শিলিগুড়ি 6.8 ডিগ্রি
আসানসোল 12.7 ডিগ্রি
হুগলি 14 ডিগ্রি
ব্যারাকপুর 13.8 ডিগ্রি
বহরমপুর 11 ডিগ্রি
বর্ধমান 13 ডিগ্রি
ক্যানিং 13 ডিগ্রি
কাঁথি 12.2 ডিগ্রি
ডায়মণ্ড হারবার 14.5 ডিগ্রি
দিঘা 14.9 ডিগ্রি
দমদম 15.1 ডিগ্রি
হলদিয়া 15.3 ডিগ্রি
কলাইকুণ্ডা 15 ডিগ্রি
কলকাতা 15.7 ডিগ্রি
মেদিনীপুর 15.7 ডিগ্রি
পানাগড় 14 ডিগ্রি
পুরুলিয়া 12.4 ডিগ্রি
সল্টলেক 17 ডিগ্রি
শ্রীনিকেতন 12.7 ডিগ্রি
উলুবেড়িয়া 14 ডিগ্রি

ABOUT THE AUTHOR

...view details