কলকাতা, 26 সেপ্টেম্বর : আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোর মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 29 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে ৷
আগামী 48 ঘণ্টার মধ্যে প্রথম দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ পরদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা কম থাকবে ৷