কলকাতা, 2 জানুয়ারি : শীত তার পুরানো ছন্দে ফেরার ইঙ্গিত দিতে শুরু করেছে ইতিমধ্যেই । পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে থাকা উত্তুরে বাতাস ফের বইতে শুরু করেছে । ফলে আপাতত কনকনে ঠান্ডার দাপট অব্যাহত (According to weather office winter will not stay long in Bengal )। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও বাড়তে চলেছে শীতের কামড় । শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম । অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হতে শুরু করেছে ৷
নতুন বছরের প্রথম রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রির আশপাশে । অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে 14 ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের তুলনায় কম । কয়েকদিন আগেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি । অর্থাৎ তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে শেষ কয়েকদিনে । রবিবার ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও দিনভর থাকবে রৌদ্রোজ্জ্বল আকাশ । কনকনে ঠান্ডার অনুভূতির মধ্যে জাঁকিয়ে শীত উপভোগের আশা নতুন বছরের প্রথম দিন থেকেই দেখা গেলেও শীতের স্থায়িত্ব নিয়ে কোনও পূর্বাভাস দিতে রাজি নয় আবহাওয়া দফতর ৷