কলকাতা, 15 মার্চ : ভোটের আবহে উত্তাপ বাড়াচ্ছে রাজনীতির কাজিয়া ৷ তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ ৷ তাই মাঝ-মার্চেই কালঘাম ছোটার দশা বঙ্গবাসীর ৷ আবহবিদদের পূর্বাভাস, তাপমাত্রার এই উর্ধ্বগতি আপাতত অব্যাহত থাকবে ৷ মূলত, দক্ষিণবঙ্গে বাড়বে গরম ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ ৷ এর জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে ৷ স্বাভাবিকের তুলনায় যা থাকবে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিও বাড়বে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আবহবিদরা।
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘমুক্ত ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে রোদের দাপট, বাড়ে গরম ৷ গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক ৷