পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দক্ষিণে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি - দক্ষিণবঙ্গ

মাঝ-মার্চেই বাড়ছে গরমের দাপট ৷ যা আগামী বেশ কয়েক দিন অব্যাহত থাকবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তিও ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

wb_kol_01_weather_update_rain_forcast_7203415_vis
দক্ষিণে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

By

Published : Mar 15, 2021, 6:32 PM IST

কলকাতা, 15 মার্চ : ভোটের আবহে উত্তাপ বাড়াচ্ছে রাজনীতির কাজিয়া ৷ তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ ৷ তাই মাঝ-মার্চেই কালঘাম ছোটার দশা বঙ্গবাসীর ৷ আবহবিদদের পূর্বাভাস, তাপমাত্রার এই উর্ধ্বগতি আপাতত অব্যাহত থাকবে ৷ মূলত, দক্ষিণবঙ্গে বাড়বে গরম ৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ ৷ এর জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে ৷ স্বাভাবিকের তুলনায় যা থাকবে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিও বাড়বে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আবহবিদরা।

সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘমুক্ত ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে রোদের দাপট, বাড়ে গরম ৷ গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক ৷

আরও পড়ুন :জলবায়ু পরিবর্তনে ব্যবস্থা নিতে পদক্ষেপ করল বাইডেনের আমেরিকা

আবহবিদদের হিসাব বলছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে ৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন বৃষ্টি চলবে ৷ দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্জা রয়েছে ৷ এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে জম্মু-কাশ্মীর ও হিমাচলপ্রদেশে আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details