কলকাতা, 2 জানুযারি : বছরের দ্বিতীয় দিনে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এক লাফে তিন ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ সকাল থেকেই নগরীর আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যের পশ্চিমের জেলাগুলোতেও শুরু হয়ে গেছে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎসহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাও আছে উত্তরবঙ্গে। কাল ও পরশু দার্জিলিং ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।