পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামী দু'দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে - দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা

আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

ছবিটি প্রতীকী

By

Published : Aug 23, 2019, 8:15 PM IST

কলকাতা, 23 অগাস্ট : আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ বিশেষ করে পশ্চিম ও উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ৷

পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলীয় জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব-মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 84 ঘন্টায় বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।

উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেইসঙ্গে আরও একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে এ রাজ্যে । পটনা থেকে বাঁকুড়া, দীঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখাটি । সেইসঙ্গে ওড়িশা ও সংলগ্ন রাজ্যের উত্তর-পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । আগামী 36 ঘণ্টায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে । এর ফলে আগামী দু'দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনও সর্তকতা জারি করা হয়নি ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details