পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Weather Forecast of Bengal : শীতের পতন অব্যাহত, বৃষ্টির সম্ভাবনা ভাবাচ্ছে রাজ্যবাসীকে - Weather Forecast of Bengal

শহরে আরও বাড়তে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (minimum and maximum temperature likely to increase in kolkata)

Weather Forecast of Bengal
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের পতন অব্যাহত

By

Published : Jan 7, 2022, 7:22 AM IST

কলকাতা, 7 জানুয়ারি: বছরের শুরুতেই রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ নেমেছিল ৷ ফিরে এসেছিল শীতের আমেজ ৷ তবে বর্তমানে সেই কনকনে ঠান্ডাভাব উধাও ৷ মঙ্গল ও বুধবারের তুলনায় কলকাতায় বেশ কিছুটা তাপমাত্রা বেড়েছিল বৃহস্পতিবার ৷ শুক্রবারও সেই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (minimum and maximum temperature likely to increase in kolkata) ৷

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রজ্জ্বল দিন হলেও ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ৷ যার জেরে কমবে দৃশ্যমানতা ৷ আগামী কয়েকদিন রাতের তাপমাত্রাও 2-4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে ৷ বর্তমানে শীতের কনকনে ঠান্ডাভাব উধাও হয়েছে রাজ্য থেকে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে বাতাসের অবাধ যাতায়াতে বাধা সৃষ্টি হয়েছে, সেকারণেই এই অবস্থা ৷ সঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই রয়েছে বৃষ্টির ভ্রুকুটি ৷

আরও পড়ুন : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, ফের বৃষ্টিতে ভাসবে বাংলা !

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details