কলকাতা, 7 জানুয়ারি: বছরের শুরুতেই রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ নেমেছিল ৷ ফিরে এসেছিল শীতের আমেজ ৷ তবে বর্তমানে সেই কনকনে ঠান্ডাভাব উধাও ৷ মঙ্গল ও বুধবারের তুলনায় কলকাতায় বেশ কিছুটা তাপমাত্রা বেড়েছিল বৃহস্পতিবার ৷ শুক্রবারও সেই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (minimum and maximum temperature likely to increase in kolkata) ৷
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রজ্জ্বল দিন হলেও ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ৷ যার জেরে কমবে দৃশ্যমানতা ৷ আগামী কয়েকদিন রাতের তাপমাত্রাও 2-4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে ৷ বর্তমানে শীতের কনকনে ঠান্ডাভাব উধাও হয়েছে রাজ্য থেকে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে বাতাসের অবাধ যাতায়াতে বাধা সৃষ্টি হয়েছে, সেকারণেই এই অবস্থা ৷ সঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই রয়েছে বৃষ্টির ভ্রুকুটি ৷