কলকাতা, 5 জানুয়ারি : আগামী দু'দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামীকাল এই সমস্ত জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে । উত্তরে হাওয়ার সঙ্গে সমুদ্রের জলীয়বাষ্প ভরতি বাতাসের সংঘাতের ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস । বৃষ্টির পরে ফের রাজ্যে শীতের আমেজ ফিরবে । অন্যদিকে আজ ও আগামীকাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে । আকাশ মেঘলা থাকায় গরমের অনুভূতি বাড়বে ৷ তবে আকাশ পরিষ্কার হলে আগামী সোমবার থেকে কমবে তাপমাত্রা ।
আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার পারদ বর্তমানে ঊর্ধ্বমুখী রয়েছে । আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে । অন্যদিকে 8 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জাঁকিয়ে শীতের ইনিংস । আগামী 5 ও 6 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 5 তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 6 তারিখ দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 6 তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে । উত্তর 24 পরগনা, কলকাতা ,নদিয়া ,বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।