কলকাতা, 25 এপ্রিল : সপ্তাহ জুড়েই দাবদাহ অপেক্ষা করছে কলকাতার জন্য । সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি বৃদ্ধি পেলে তাপপ্রবাহ বা লু বইছে বলা হয়ে থাকে । আগামী সাতদিনই সেই শঙ্কা রয়েছে কলকাতায় (Weather Forecast in West Bengal)।
এপ্রিলের শেষ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 39 ডিগ্রি (Kolkata record above 39 degree temperature on Sunday) ৷ যা এ মরসুমে এখনও পর্যন্ত সর্বাধিক ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, আগামী সাতদিনে সেই রেকর্ড ভাঙবে । ইতিমধ্যেই দমদমে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে । রবিবার তা স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ডিগ্রি বেশি ছিল । ফলে দমদমে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে ।
শুধু দমদম নয়, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রার পারদ ছিল 42 ডিগ্রির আশেপাশে । সমস্ত জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রির বেশি ছিল । ফলে নতুন সপ্তাহ জুড়ে পুরোটাই কলকাতায় লু বওয়ার পূর্বাভাস রয়েছে ।