কলকাতা, 21 অগাস্ট : আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ আগামী 24 ঘণ্টা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে ৷
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল ৷ সেটা স্থলভাগে ঢুকে গেছে ৷ এখন ওড়িশার উত্তর উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে ৷ ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিমের দিকে সরে যাচ্ছে ৷ তাই বৃষ্টির প্রবণতা কিছুটা হলেও কমবে দক্ষিণবঙ্গে৷ তবে আকাশ মূলত মেঘলা থাকবে ৷ তাপমাত্রা খুব একটা বাড়বে না ৷ একটানা নয় তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ৷