পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাড়বে গরম, কমবে বৃষ্টির সম্ভাবনা - Weather Forecast by Regional Meteorological Centre Kolkata

আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ তবে, উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ জানালো আবহাওয়া অফিস ৷

প্রতীকী ছবি

By

Published : Sep 17, 2019, 10:35 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ আগামী 48 ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ । দু-এক পশলা ছিটেফোঁটা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হলেও হতে পারে । কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি না হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাবে । সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে ৷ জানালো আলিপুর আবহাওয়া অফিস ৷

যদিও আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে । তবে 24 ঘণ্টার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে ৷ তাপমাত্রা বৃদ্ধি পাবে ৷ আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে কোনও নিম্নচাপ তৈরি হয়নি । তাই বৃষ্টির সম্ভাবনা কম । ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে । আগামী তিন দিন তাই তাপমাত্রা বৃদ্ধি পাবে ও আর্দ্রতা ও বেশি থাকবে ।

কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details