পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এপ্রিল শেষেই বৃষ্টি নামবে বঙ্গে, কমবে গরম - আবহাওয়ার পূর্বাভাস

আর মাত্র একদিনের অপেক্ষা ৷ 30 এপ্রিল থেকেই শুরু হবে বৃষ্টি ৷ কমবে গরম ৷ পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ তবে কলকাতায় বৃষ্টি শুরু হবে 2 মে-র পর ৷

wb_kol_02_weather_rain_forcast_hot_7203415_vis
এপ্রিল শেষেই বৃষ্টি নামবে বঙ্গে, কমবে গরম

By

Published : Apr 28, 2021, 9:00 PM IST

কলকাতা, 28 এপ্রিল :স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ তারা জানিয়েছে, আগামী 30 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির শুরু হবে ৷ টানা দু-তিনদিন ধরে ঝড়-বৃষ্টির দাপট চলবে ৷

পূর্বাভাস অনুযায়ী আগামী 30 এপ্রিল এবং 1 মে ও 2 মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে ৷ যদিও কলকাতাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য ৷ 2 তারিখের পর কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ আগামী মাসের 2, 3, 4 ও 5 তারিখ কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গে আগামী তিনদিন সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 29 এপ্রিল থেকে 1 মে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এ কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে ৷ 2 তারিখের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ৷

30 তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি শুরু হবে। টানা দু-তিন দিন এই ঝড়-বৃষ্টি থাকায় অস্বস্তিকর গরমের হাত থেকে বেশ কিছুটা রেহাই মিলবে ৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 2 তারিখের পর থেকে তাপমাত্রার পারদ অনেকটাই কমে যাবে ৷ আগামী 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলবে।

আরও পড়ুন :জলবায়ুতে বিপদসঙ্কেত

তবে আগামিকাল (বৃহস্পতিবার) কলকাতায় অস্বস্তিকর গরম থাকবে ৷ 2 তারিখের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আগামী 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে কলকাতাতেও ঝড়-বৃষ্টি চলবে।

গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ছিল 88% ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details