কলকাতা, 23 এপ্রিল :বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে খুঁজলেও অস্ত্র পাওয়া যেতে পারে (Weapons may Also be Found at Sukant Majumdar's House) ৷ এমনই বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৷ এ দিন হরিদেবপুরের 41 পল্লির ক্লাবের পাশে একটি গ্যারেজে পরিত্যক্ত অটোর ভিতর থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷ সেই নিয়ে রাজ্য তথা কলকাতার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তাঁর সেই সমালোচনার জবাবে ফিরহাদ বলেন, ‘‘বিজেপি তরোয়াল নিয়ে অনুষ্ঠান করে ৷ তাই সুকান্ত মজুমদারের বাড়িতেও হয়তো অস্ত্র পাওয়া যেতে পারে ৷’’
এদিন হরিদেবপুরের 41 পল্লিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ির কাছে একটি গ্যারেজে পরিত্যক্ত অটো থেকে তাজা বোমা এবং কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷ যা নিয়ে রাজ্য তথা খাস কলকাতার আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর সেই সমালোচনার পাল্টা জবাব দেন কলকাতার মেয়র ৷ তিনি দাবি করেন, সুকান্তবাবুর বাড়িতেও হয়তো আগ্নেয়াঅস্ত্র পাওয়া যাবে ৷ আর আগ্নেয়াস্ত্র শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে ৷