কলকাতা, 27 ডিসেম্বর : জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার জানিয়ে দিচ্ছেন তাঁর রাজ্যে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না । গতকালও প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ৷ এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বাংলাতে প্রথম NRC চাই ৷ যদিও তারপরই জানান, আগে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হোক তারপর এ বিষয়ে ভাবা যাবে ৷ সেইসঙ্গে তাঁর স্বীকারোক্তি, অসমে NRC করার ক্ষেত্রে দলের তরফে কিছু ভুলভ্রান্তি রয়েছে ৷
গতকাল BJP-র রাজ্য দপ্তরে দিলীপবাবু বলেন, "দেশে NRC চাই ৷ আমি তো বলেছি প্রথম পশ্চিমবাংলায় NRC চাই ৷ কবে হবে, কীভাবে হবে, সুপ্রিম কোর্ট করবে কি সরকার করবে সেটা সময় বলবে ৷ কিন্তু অসমে যে NRC হয়েছে তারসঙ্গে BJP-র কোনও যোগ নেই ৷ কোর্টের নির্দেশে অসমে NRC চালু হয়েছে ৷ কংগ্রেসের সরকার থাকাকালীন শুরু হয়েছিল ৷ এখন BJP সরকারে রয়েছে ৷ কোর্টের নির্দেশে তারা কাজ করেছে ৷ তাতে অনেক ভুলভ্রান্তি রয়েছে ৷ আমরাও মানি ৷ পার্টিও বলেছে ৷ সেটা ঠিক করার চেষ্টা চলছে ৷ সেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে ৷ ঠিকঠাক হোক ৷ ততদিনে CAA চালু হয়ে যাক ৷ উদ্বাস্তুরা নাগরিকত্ব পান ৷ তারপরে পরবর্তীকালে কী হবে সেটা ভাবা যাবে ৷ "