পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাংলায় প্রথম NRC চাই, মন্তব্য দিলীপের

রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগে CAA (নাগরিকত্ব সংশোধনী আইন, 2019) লাগু হোক ৷ উদ্বাস্তুরা নাগরিকত্ব পাওয়ার পর NRC কবে, কীভাবে হবে তা নিয়ে ভাবা যাবে ৷

we need NRC in Bengal first : Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Dec 27, 2019, 8:10 AM IST

Updated : Dec 27, 2019, 9:11 AM IST

কলকাতা, 27 ডিসেম্বর : জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার জানিয়ে দিচ্ছেন তাঁর রাজ্যে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না । গতকালও প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ৷ এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বাংলাতে প্রথম NRC চাই ৷ যদিও তারপরই জানান, আগে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হোক তারপর এ বিষয়ে ভাবা যাবে ৷ সেইসঙ্গে তাঁর স্বীকারোক্তি, অসমে NRC করার ক্ষেত্রে দলের তরফে কিছু ভুলভ্রান্তি রয়েছে ৷

গতকাল BJP-র রাজ্য দপ্তরে দিলীপবাবু বলেন, "দেশে NRC চাই ৷ আমি তো বলেছি প্রথম পশ্চিমবাংলায় NRC চাই ৷ কবে হবে, কীভাবে হবে, সুপ্রিম কোর্ট করবে কি সরকার করবে সেটা সময় বলবে ৷ কিন্তু অসমে যে NRC হয়েছে তারসঙ্গে BJP-র কোনও যোগ নেই ৷ কোর্টের নির্দেশে অসমে NRC চালু হয়েছে ৷ কংগ্রেসের সরকার থাকাকালীন শুরু হয়েছিল ৷ এখন BJP সরকারে রয়েছে ৷ কোর্টের নির্দেশে তারা কাজ করেছে ৷ তাতে অনেক ভুলভ্রান্তি রয়েছে ৷ আমরাও মানি ৷ পার্টিও বলেছে ৷ সেটা ঠিক করার চেষ্টা চলছে ৷ সেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে ৷ ঠিকঠাক হোক ৷ ততদিনে CAA চালু হয়ে যাক ৷ উদ্বাস্তুরা নাগরিকত্ব পান ৷ তারপরে পরবর্তীকালে কী হবে সেটা ভাবা যাবে ৷ "

দেখুন ভিডিয়ো...

তৃণমূল নেত্রীকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেশের আইন, সংবিধান মানেন না । তেমন আমরাও এ রাজ্যের আইন মানব না । যেখানে মনে হয়, মিছিল করব । পুলিশের অনুমতি নেব না । চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে আটকান । রোজ মিছিল করে কলকাতার মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে তৃণমূল । মুখ্যমন্ত্রীর সঙ্গে মানুষ নেই । BJP-র সঙ্গে মানুষ আছে, দু'টি মিছিলেই তা প্রমাণিত । "

29 ডিসেম্বর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে দিলীপবাবুর কটাক্ষ, "মমতা যাঁর শপথ গ্রহণে যান, তাঁর সরকার বেশি দিন চলে না । ফলে ঝাড়খণ্ডের সরকারের উপর ওঁর দৃষ্টি না পড়াই ভালো । ঝড়খণ্ডে ৪টি বাংলা অধ্যুষিত অঞ্চলে আমরা জিতেছি । মানুষ আমাদের সঙ্গে আছেন ।

Last Updated : Dec 27, 2019, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details