কলকাতা, 6 অগাস্ট: যে পদ্ধতিতে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়া হয়েছে, গতকালই তার প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের সাংসদরা ৷ এ বার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জম্মু-কাশ্মীরের নাগরিকদের নিজের ভাই-বোন সম্বোধন করে মমতার দাবি, "পুরো বিষয়টাই দেখেছি ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নি ৷"
আজ চেন্নাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে মুখ খোলেন মমতা ৷ তবে, বিলটির তৎপর্য নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷ তাঁর কথায়, "বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না । কিন্তু, যে ভাবে 370 তুলে দেওয়া হল তা ঠিক হয়নি । আমরা এই বিলের তুলে দেওয়ার পক্ষে নই । 370 তুলে দেওয়ার পক্ষে নেই ।" সংসদে তৃণমূল যে এই ধারা তুলে দেওয়ার পক্ষে ভোট করছে না, সে কথাও স্পষ্ট করেন মমতা । তাঁর কথায়, "আমরা যদি এর পক্ষে যাই তাহলে সংসদে সেটা রেকর্ড থেকে যাবে । সমস্ত রাজনৈতিক দলকে এক সঙ্গে নিয়ে সরকার এই কাজ করতে পারত । কিন্তু সরকার যে ভাবে তাড়াহুড়ো করে সব কিছু করে দিল আমরা সেই প্রক্রিয়ার বিরুদ্ধে ৷"