পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

370 তুলে নেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা - We must restore peace: Mamata Banerjee

কাশ্মীরে কারফিউ বলবৎ থাকা এবং দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গেও এ দিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতার দাবি, "ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি সন্ত্রাসবাদী নন । তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । অবিলম্বে ওঁদের ছেড়ে দেওয়া উচিত ৷ কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে ৷ দ্রুত সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করা দরকার ।"

ছবি

By

Published : Aug 6, 2019, 2:40 PM IST

Updated : Aug 6, 2019, 3:29 PM IST

কলকাতা, 6 অগাস্ট: যে পদ্ধতিতে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়া হয়েছে, গতকালই তার প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের সাংসদরা ৷ এ বার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জম্মু-কাশ্মীরের নাগরিকদের নিজের ভাই-বোন সম্বোধন করে মমতার দাবি, "পুরো বিষয়টাই দেখেছি ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নি ৷"

আজ চেন্নাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে মুখ খোলেন মমতা ৷ তবে, বিলটির তৎপর্য নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷ তাঁর কথায়, "বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না । কিন্তু, যে ভাবে 370 তুলে দেওয়া হল তা ঠিক হয়নি । আমরা এই বিলের তুলে দেওয়ার পক্ষে নই । 370 তুলে দেওয়ার পক্ষে নেই ।" সংসদে তৃণমূল যে এই ধারা তুলে দেওয়ার পক্ষে ভোট করছে না, সে কথাও স্পষ্ট করেন মমতা । তাঁর কথায়, "আমরা যদি এর পক্ষে যাই তাহলে সংসদে সেটা রেকর্ড থেকে যাবে । সমস্ত রাজনৈতিক দলকে এক সঙ্গে নিয়ে সরকার এই কাজ করতে পারত । কিন্তু সরকার যে ভাবে তাড়াহুড়ো করে সব কিছু করে দিল আমরা সেই প্রক্রিয়ার বিরুদ্ধে ৷"

আরও পড়ুন: "কাশ্মীরের জন্য মরতেও পারি", লোকসভায় মন্তব্য অমিতের

আরও পড়ুন : থমথমে কাশ্মীরজুড়ে একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
পাশাপাশি, কাশ্মীরে কারফিউ বলবৎ থাকা এবং দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গেও এ দিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতার দাবি, "ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি সন্ত্রাসবাদী নন । তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । অবিলম্বে ওঁদের ছেড়ে দেওয়া উচিত ৷ কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে ৷ দ্রুত সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করা দরকার ।" মমতা মনে করেন, উপত্যকার মানুষের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে সরকার পদক্ষেপ করলে অনেক ভালো কাজ হত ৷
Last Updated : Aug 6, 2019, 3:29 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details