পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"কিষেণজিকে মেরেছি, তুমি কে ?"; অর্জুনকে হুমকি দিয়েছিলেন পুলিশ কমিশনার ! - barrackpore mp arjun singh news

গতকাল শ্যামবাজার ধরনা মঞ্চ থেকে অর্জুন সিং 1 সেপ্টেম্বর কী ঘটেছিল জানান ৷ বলেন, "আমি ওঁকে(মনোজ ভার্মাকে) জিজ্ঞাসা করি, কেন আপনি একজন জনপ্রতিনিধিকে মারধর করছেন ? উনি একটা কথাই বলেন, "কিষেণজিকে মারতে সময় লাগেনি । তুমি কে ? তোমার মতো সাংসদ অনেক দেখেছি । বলেই আমার মাথায় মারেন । আমি লুটিয়ে পড়ি ।"

অর্জুন সিং

By

Published : Sep 5, 2019, 1:32 AM IST

Updated : Sep 5, 2019, 11:24 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : তাঁকে খুনের পরিকল্পনাই হয়েছিল । স্পষ্ট জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । শ্যামবাজার মোড়ে BJP-র ধরনা কর্মসূচির মঞ্চ থেকে তিনি জানান, সেদিন ঠিক কী ঘটেছিল ।

রবিবার (1 সেপ্টেম্বর ) জগদ্দলে হামলা হয় অর্জুন সিংয়ের উপর । অর্জুনের দাবি, ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে তাঁর মাথায় আঘাত করেন । যদিও ADG জ্ঞানবন্ত সিং দাবি করেন, অর্জুনের মাথা ফাটার ঘটনায় পুলিশ কোনওভাবেই দায়ি নয় । কারণ, পুলিশি লাঠিচার্জে তাঁর মাথা ফাটেনি । দলীয় সমর্থকদের ইটের আঘাত বা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি ।

ADG-র দাবি অবশ্য নস্যাৎ করেছেন খোদ অর্জুন । গতকাল ধরনা কর্মসূচি থেকে ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, "আমাকে খুনের পরিকল্পনা হয়েছিল । দুপুর 2টোর সময় জগদ্দলের IC ফোন করেন । বলেন, সার্কাস মোড়ে একটা অবরোধ চলছে । আপনি তোলার চেষ্টা করুন । আমি ওখানে পৌঁছাতেই দেখি, স্থানীয় বিধায়ককে পুলিশ কমিশনার মনোজ ভার্মা মারধর করছেন । আমি ওঁকে জিজ্ঞাসা করি, কেন আপনি একজন জনপ্রতিনিধিকে মারধর করছেন ? উনি একটা কথাই বলেন, "কিষেণজিকে মারতে সময় লাগেনি । তুমি কে ? তোমার মতো সাংসদ অনেক দেখেছি । বলেই আমার মাথায় মারেন । আমি লুটিয়ে পড়ি ।" তড়িঘড়ি অর্জুনকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ।

কী বললেন অর্জুন সিং

গোটা ঘটনার CBI তদন্ত দাবি করেছেন সাংসদ । তাঁর কথায়, "রাজ্য পুলিশ তদন্ত করলে হবে না । আর সরকার CBI তদন্ত করতে দেবে না । তাই, আদালতের মাধ্যমে আমরা CBI তদন্ত দাবি করছি ।"

প্রসঙ্গত, শ্যামবাজার মোড়ে BJP-র ধরনা কর্মসূচি সন্দেশখালির ঘটনায় CBI তদন্তের দাবিতে । লোকসভা নির্বাচনের পর জুন মাসে সন্দেশখালিতে সংঘর্ষ হয় । মৃত্যু হয় দুই BJP কর্মীর । একজন এখনও নিখোঁজ । এই ঘটনায় CBI চেয়ে তিনদিনের ধরনা কর্মসূচি নেয় রাজ্য BJP । গতকাল ছিল এর শেষদিন ।

Last Updated : Sep 5, 2019, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details