কলকাতা, 23 জানুয়ারি:বাংলায় তৈরি হবে যোজনা কমিশন (Planning Commission in Bengal) ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Subhas Chandra Bose's 125th birth anniversary) ৷
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন । আর নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশনই তুলে দিয়েছে । নীতি আয়োগ তৈরি করেছে । এই সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক । আমরা বাংলায় যোজনা কমিশন গড়ে তুলব (Mamata Banerjee bringing Planning Commission in Bengal)।"
রবিবার রেড রোডে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে অমর জওয়ান জ্যোতি থেকে শুরু করে নেতাজির ট্যাবলো বাতিল (netaji tableau rejected), একের পর এক বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মনে করিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতা সংগ্রামে, ভারতের সম্প্রীতি রক্ষায় বাংলার অবদানের কথা ।
ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি তৈরি প্রসঙ্গে কেন্দ্রকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "মূর্তি তৈরি করে নেতাজিকে ভালবাসা যায় না । নেতাজির ভাবনা ও আদর্শকে আত্মস্থ করতে হয় ।" সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি স্থাপন করা হবে ৷ যতদিন না পর্যন্ত সেই মূর্তি স্থাপন না হচ্ছে, ততদিন সেখানে নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে । আজই ঘটা করে তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এই দিনেই রেড রোডে দাঁড়িয়ে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন:Netaji 125th Birth Anniversary : আজও নেতাজির আদর্শে চলছে খিদিরপুরের আনন্দময়ী দরিদ্র ভাণ্ডার