কলকাতা, 11 ডিসেম্বর : 6 ডিসেম্বর রাজ্যজুড়ে হয়েছে ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা 2019 । কিন্তু, ওইদিন ডালখোলায় আদিবাসীদের রেল ও জাতীয় সড়ক অবরোধের কারণে শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক প্রার্থী। ফলে পরীক্ষা দিতে না পারা প্রার্থীদের জন্য 26 ডিসেম্বর ফের ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । শিলিগুড়িতে নির্বাচিত কয়েকটি পরীক্ষাকেন্দ্রে ওইদিন সকাল 11টা থেকে বেলা 2টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে ।
উত্তরের 3 জেলায় ফের হবে ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা - ক্লার্কশিপ পার্ট 2
6 ডিসেম্বর রবিবার সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হয় ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা । প্রায় 66 হাজার পরীক্ষার্থী রেজিস্টার করেছিলেন ওই পরীক্ষার জন্য । কিন্তু, ডালখোলায় ওইদিন রেল ও রাস্তা অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বেশকিছু পরীক্ষার্থী শিলিগুড়ির কেন্দ্রে পৌঁছাতে পারেনি । সেদিনই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, তথ্যপ্রমাণ সহ আবেদন করলে ওই সকল প্রার্থীদের অন্য একদিন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে ।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বহু পরীক্ষার্থীরা অনুপস্থিত ছিলেন । তাঁদের আরেকবার পরীক্ষা সুযোগ দেওয়া হবে । ওই তিন জেলার প্রায় 1 হাজারের মতো প্রার্থী 6 ডিসেম্বর পরীক্ষা কেন্দ্রে হাজির হতে পারেননি । সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য তাঁদের অ্যাডমিট কার্ড পরীক্ষার সাতদিন আগে কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।"
6 ডিসেম্বর রবিবার সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হয় ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা । প্রায় 66 হাজার পরীক্ষার্থী রেজিস্টার করেছিলেন ওই পরীক্ষার জন্য । কিন্তু, ডালখোলায় ওইদিন রেল ও রাস্তা অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বেশকিছু পরীক্ষার্থী শিলিগুড়ির কেন্দ্রে পৌঁছাতে পারেনি । সেদিনই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, তথ্যপ্রমাণ সহ আবেদন করলে ওই সকল প্রার্থীদের অন্য একদিন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে । বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের তরফেও পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা প্রার্থীদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল । সেই আবেদনে রাজিও হয় কমিশন।
আরও পডুন : ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়াতে চলছে WBPSC
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, 6 ডিসেম্বর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের থেকে 73 শতাংশ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন । যা অন্যান্য জেলার থেকে 18 শতাংশ কম । কমিশনের রেকর্ড অনুযায়ী, কলকাতা সহ অন্যান্য জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় 91 শতাংশ প্রার্থী । এই রেকর্ড দেখেই কমিশন নিশ্চিত হয় যে, বহু সংখ্যক প্রার্থী ওইদিন রেল ও রাস্তা অবরোধের কারণে পরীক্ষা দিতে পারেননি।