পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বাস্থ্যকর্মীদের ট্রেনে চড়তে দেওয়া হোক, রেলের কাছে দাবি WBPMTA-র - covid positive cases in kolkata

রেল কর্তৃপক্ষের কাছে WBPMTA-র দাবি, কোরোনা যোদ্ধাদের ট্রেনে চড়তে দেওয়া হোক ৷

corona in kolkata
corona in kolkata

By

Published : Oct 23, 2020, 12:04 PM IST

কলকাতা, 23 অক্টোবর : লোকাল ট্রেন এখনও চালু হয়নি । এদিকে, কর্মস্থানে পৌঁছানোর জন্য রেলকর্মীদের জন্য চালু ট্রেনেই চড়তে হচ্ছে কোরোনা-যোদ্ধা বহু স্বাস্থ্যকর্মীকে । যার জেরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীনও হতে হচ্ছে তাঁদের । অভিযোগ, কখনও যেমন মাঝপথে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে, কখনও আবার গালিগালাজও করা হচ্ছে তাঁদের । এই ধরনের পরিস্থিতির মধ্যে, কোরোনা রোগী এবং সাধারণ মানুষের স্বার্থে রেলের কর্মীদের জন্য চালু ট্রেনে চেপেই যাতে স্বাস্থ্যকর্মীরাও কর্মস্থানে যাওয়া-আসা করতে পারেন, তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানাল মেডিকেল টেকনোলজিস্টদের একটি সংগঠন ।

রাজ্যের মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (WBPMTA)-এর তরফে জানা গেছে, বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন যে সব মেডিকেল টেকনোলজিস্ট, বাড়ি থেকে কর্মস্থানে যাওয়া-আসার জন্য তাঁদের 70 শতাংশের মতো লোকাল ট্রেনের উপর নির্ভরশীল । কোরোনার কারণে লকডাউনের পরে আনলকডাউন চলছে এখন । এই পরিস্থিতিতে বাড়ি থেকে কর্মস্থানে যাওয়া-আসার জন্য সরকারি বিভিন্ন হাসপাতালের তরফে যেমন গাড়ির ব্যবস্থা করা হয়েছে, তেমনই বহু মেডিকেল টেকনোলজিস্টকে নিজেদের উদ্যোগে কর্মস্থানে যাওয়া-আসার ব্যবস্থা করতে হচ্ছে । তবে, হাসপাতাল থেকে গাড়ির ব্যবস্থা থাকলেও, সেই গাড়িতে চেপে কর্মস্থানে পৌঁছানোর ক্ষেত্রে যেমন নির্দিষ্ট কোনওস্থানে পৌঁছাতে হয় বাড়ি থেকে, তেমনই একই রকম উপায়ে কর্মস্থান থেকে বাড়িতে ফিরতে হয় । বাড়ি থেকে ওই নির্দিষ্ট স্থানে পৌঁছানো এবং সেখান থেকে বাড়িতে ফেরার ব্যবস্থা নিজেদেরই করতে হয়‌ ।

নিজেদের উদ্যোগে বাড়ি থেকে কর্মস্থানে যাওয়া-আসা করতে হচ্ছে যে সব মেডিকেল টেকনোলজিস্টকে এবং, যাঁরা লোকাল ট্রেনের উপর নির্ভরশীল, লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে তাঁদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে এই সংগঠন । এই সংগঠনের তরফে জানা গেছে, কেউ হয়ত বাড়ি থেকে কর্মস্থানে যাওয়া-আসার জন্য 140 কিমি পথ মোটর বাইকে চাপছেন ৷ তবে, রেলের কর্মীদের জন্য চালু ট্রেন-ই বহু মেডিকেল টেকনোলজিস্টের কাছে অন্যতম ভরসা হিসেবে রয়েছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে, কর্মস্থানে যাওয়া-আসার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের যাতে রেলকর্মীদের জন্য চালু ট্রেনে চড়তে দেওয়ার অনুমতি দেওয়া হয়, তার জন্য গতকাল, শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে দাবি জানাল WBPMTA-র সদস্যরা । এর আগে চিকিৎসকদের একটি সংগঠনের তরফেও রেলওয়ে কতৃপক্ষের কাছে এমন দাবি পেশ করা হয়েছিল ।

রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সমর্থিত মেডিকেল টেকনোলজিস্টদের এই সংগঠনের তরফে শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে । এই স্মারকলিপিতে জানানো হয়েছে, নিজেদের জীবনকে বাজি রেখে দীর্ঘ 6-7 মাস ধরে যাঁরা নিজেদের পরিবার-পরিজনকে দূরে রেখে কোরোনা রোগীদের সুস্থ করে তোলার জন্য দিন-রাত পরিষেবা দিয়ে চলেছেন, তাঁদের মধ্যে কোনও ভেদাভেদ নেই । তাঁরা ধনী না দরিদ্র, তাঁরা কেন্দ্রীয় সরকারি না রাজ্য সরকারি অথবা বেসরকারি কর্মী, তাঁরা কোনও রাজনৈতিক দলের সমর্থক কি না, এ সব ক্ষেত্রে তাঁদের মধ্যে কোনও ভেদাভেদ নেই । তাঁদের অন্যতম পরিচয়, তাঁরা স্বাস্থ্যকর্মী, তাঁরা কোরোনা-যোদ্ধা । তাঁদের অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন । অথচ, এই সব স্বাস্থ্যকর্মী, কোরোনা-যোদ্ধা নিজ নিজ কর্মস্থানে পৌঁছানোর জন্য রেলের পরিষেবা পাচ্ছেন না । পরিচয়পত্র দেখানোর পরেও হয় ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, নয়ত গালিগালাজ করছেন কর্তব্যরত একাংশ রেলকর্মী ।

এই স্বাস্থ্যকর্মীদের সংগঠন WBPMTA-র রাজ্য সম্পাদক সমিত মণ্ডল বলেন, "কর্মস্থানে যাওয়া-আসার জন্য ট্রেনে ওঠার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা । শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে স্মারকলিপি পেশ করে আমরা জানিয়েছি, এই পরিস্থিতিতে যে সব স্বাস্থ্যকর্মীর মাধ্যমে মোকাবিলা করা হচ্ছে, যাঁরা এই পরিস্থিতি সামলাচ্ছেন, সেই সব স্বাস্থ্যকর্মী অর্থাৎ, মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে চিকিৎসক, নার্স সহ অন্যান্য যাঁরা আছেন, তাঁদেরকে ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হোক, যাতে তাঁরা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারেন ।"

সহানুভূতির সঙ্গে এই বিষয়টি বিবেচনা করা হবে বলে শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তরফে তাঁদের জানানো হয়েছে । একথা জানিয়ে সমিত মণ্ডল বলেন, "আমরা আশা করব, শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে আমরা অনুরোধ করব, যাতে আগামী দিনে স্বাস্থ্যকর্মীরা ট্রেনে চড়তে পারেন, যাতে তাঁদের কোনও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে না হয় ।" যদি এই স্বাস্থ্যকর্মীদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে যাঁরা রেলের কর্মী রয়েছেন, সকলের জন্যই যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এই স্বাস্থ্যকর্মীরা, সেই পরিষেবা ব্যাহত হতে পারে বলেও তিনি জানিয়েছেন । এর পরে রেলওয়ের অন্য ডিভিশনেও স্মারকলিপি পেশ করা হবে বলে তিনি জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details