কলকাতা, 23 অক্টোবর : লোকাল ট্রেন এখনও চালু হয়নি । এদিকে, কর্মস্থানে পৌঁছানোর জন্য রেলকর্মীদের জন্য চালু ট্রেনেই চড়তে হচ্ছে কোরোনা-যোদ্ধা বহু স্বাস্থ্যকর্মীকে । যার জেরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীনও হতে হচ্ছে তাঁদের । অভিযোগ, কখনও যেমন মাঝপথে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে, কখনও আবার গালিগালাজও করা হচ্ছে তাঁদের । এই ধরনের পরিস্থিতির মধ্যে, কোরোনা রোগী এবং সাধারণ মানুষের স্বার্থে রেলের কর্মীদের জন্য চালু ট্রেনে চেপেই যাতে স্বাস্থ্যকর্মীরাও কর্মস্থানে যাওয়া-আসা করতে পারেন, তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানাল মেডিকেল টেকনোলজিস্টদের একটি সংগঠন ।
রাজ্যের মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (WBPMTA)-এর তরফে জানা গেছে, বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন যে সব মেডিকেল টেকনোলজিস্ট, বাড়ি থেকে কর্মস্থানে যাওয়া-আসার জন্য তাঁদের 70 শতাংশের মতো লোকাল ট্রেনের উপর নির্ভরশীল । কোরোনার কারণে লকডাউনের পরে আনলকডাউন চলছে এখন । এই পরিস্থিতিতে বাড়ি থেকে কর্মস্থানে যাওয়া-আসার জন্য সরকারি বিভিন্ন হাসপাতালের তরফে যেমন গাড়ির ব্যবস্থা করা হয়েছে, তেমনই বহু মেডিকেল টেকনোলজিস্টকে নিজেদের উদ্যোগে কর্মস্থানে যাওয়া-আসার ব্যবস্থা করতে হচ্ছে । তবে, হাসপাতাল থেকে গাড়ির ব্যবস্থা থাকলেও, সেই গাড়িতে চেপে কর্মস্থানে পৌঁছানোর ক্ষেত্রে যেমন নির্দিষ্ট কোনওস্থানে পৌঁছাতে হয় বাড়ি থেকে, তেমনই একই রকম উপায়ে কর্মস্থান থেকে বাড়িতে ফিরতে হয় । বাড়ি থেকে ওই নির্দিষ্ট স্থানে পৌঁছানো এবং সেখান থেকে বাড়িতে ফেরার ব্যবস্থা নিজেদেরই করতে হয় ।
নিজেদের উদ্যোগে বাড়ি থেকে কর্মস্থানে যাওয়া-আসা করতে হচ্ছে যে সব মেডিকেল টেকনোলজিস্টকে এবং, যাঁরা লোকাল ট্রেনের উপর নির্ভরশীল, লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে তাঁদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে এই সংগঠন । এই সংগঠনের তরফে জানা গেছে, কেউ হয়ত বাড়ি থেকে কর্মস্থানে যাওয়া-আসার জন্য 140 কিমি পথ মোটর বাইকে চাপছেন ৷ তবে, রেলের কর্মীদের জন্য চালু ট্রেন-ই বহু মেডিকেল টেকনোলজিস্টের কাছে অন্যতম ভরসা হিসেবে রয়েছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে, কর্মস্থানে যাওয়া-আসার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের যাতে রেলকর্মীদের জন্য চালু ট্রেনে চড়তে দেওয়ার অনুমতি দেওয়া হয়, তার জন্য গতকাল, শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে দাবি জানাল WBPMTA-র সদস্যরা । এর আগে চিকিৎসকদের একটি সংগঠনের তরফেও রেলওয়ে কতৃপক্ষের কাছে এমন দাবি পেশ করা হয়েছিল ।