পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

WBJEE Result 2022 Merit list: জয়েন্টে প্রথম ও দ্বিতীয় হিমাংশু শেখর, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হল (WBJEE Result 2022 Merit list)৷ এ বার প্রথম ও দ্বিতীয় হয়েছেন একই নামের ছাত্র ৷ হিমাংশু শেখর (WBJEE Result 2022)৷

WBJEE Result 2022: Merit list of joint entrance examination
জয়েন্টে প্রথম ও দ্বিতীয় হিমাংশু শেখর, দেখে নিন মেধাতালিকা

By

Published : Jun 17, 2022, 3:03 PM IST

Updated : Jun 17, 2022, 5:39 PM IST

কলকাতা, 17 জুন: জয়েন্ট এন্ট্রান্সের ফলে বেনজির ঘটনা (WBJEE Result 2022 Merit list)৷ প্রথম হয়েছেন হিমাংশু শেখর ৷ দ্বিতীয়ও হয়েছেন হিমাংশু শেখর ৷ তবে প্রথম জন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র ৷ আর দ্বিতীয় জন শিলিগুড়ি নির্মাণ বিদ্যা জ্যোতি হাইস্কুলের ছাত্র ৷ একই নামে দুজনের জয়েন্টে প্রথম ও দ্বিতীয় হওয়ার ঘটনা এই প্রথম (WBJEE Result 2022)৷

তৃতীয় স্থান অধিকার করেছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায় ৷ চতুর্থ হয়েছে সাউথ পয়েন্টের জাহ্নবী সাউ ৷ মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছে কোচবিহার জেনকিংস স্কুলের ছাত্র কৌস্তভ চৌধুরী ৷

দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা...

প্রথম হিমাংশু শেখর ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল
দ্বিতীয় হিমাংশু শেখর শিলিগুড়ি নির্মাণ বিদ্যা জ্যোতি হাইস্কুল
তৃতীয় সপ্তর্ষি মুখোপাধ্যায় ফিউচার ফাউন্ডেশন স্কুল
চতুর্থ জাহ্নবী সাউ সাউথ পয়েন্ট
পঞ্চম কৌস্তভ চৌধুরী কোচবিহার জেনকিংস স্কুল
ষষ্ঠ সৌম্যপ্রভ দে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল
সপ্তম দেবরাজ কর্মকার জামশেদপুর ডিবিএমএস কদমা হাইস্কুল
অষ্টম অগ্নিধ্র দে সাউথ পয়েন্ট হাইস্কুল
নবম অয়ন অধিকারী ক্যালকাটা বয়েজ স্কুল
দশম শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল

আরও পড়ুন:WBJEE Result 2022: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, ব়্যাংক পেয়েছে 98.5%

জয়েন্টে এ বার ব়্যাংক পেয়েছে 98.5 শতাংশ পরীক্ষার্থী ৷ সফল পরীক্ষার্থী 80,132 জন ৷ এদের মধ্যে ছাত্রী 73 শতাংশ ৷ ছাত্র 26.8 শতাংশ ৷ শতাংশের হিসেবে ভালো করেছে উত্তর 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলি ৷

Last Updated : Jun 17, 2022, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details