ঘোষিত হল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন কাউন্সিলের 2020 সালের তৃতীয় দফার কাউন্সেলিংয়ের ফল । কয়েকদিন আগেই WBJEE পরীক্ষায় উত্তীর্ণদের তৃতীয় দফার কাউন্সেলিং ছিল । পড়ুয়ারা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন কাউন্সিলের ওয়েবসাইট wbjeeb.nic.in -এ গিয়ে আসন তালিকা দেখতে পাবেন ।
কাউন্সেলিংয়ের পর আসন দেখতে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন কাউন্সিলের তরফে একটি ডিরেক্ট লিঙ্কও দেওয়া হয়েছে । এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আসন তালিকা দেখতে যাবেন পড়ুয়ারা ।
লিঙ্কটি হল - https://admissions.nic.in/WBJEEB2020/WBJEE/root/Home.aspx?enc=Nm7QwHILXclJQSv2YVS+7nSnKZQkpRu3ONggeQj0eOL2utrJiwa6gWyV1jGFygXy
জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন কাউন্সিলের তরফে যে নোটিস জারি করা হয়েছে তা অনুযায়ী, তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের পর যাঁদের নাম তালিকায় এসেছে, তাঁদের নিজের নিজের পছন্দের আসন 28 অক্টোবর, 2020-র মধ্যে বাছাই করতে হবে । নিজেদের পছন্দের আসন নিশ্চিত করতে পড়ুয়াদের 28 অক্টোবরের মধ্যে যাবতীয় ভরতি প্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে এবং ভরতির টাকা জমা করতে হবে ।
রোল নম্বর ও পাসওয়ার্ড দিলেই পেয়ে যাবেন তৃতীয় দফার কাউন্সেলিংয়ের ফলাফল তৃতীয় দফার কাউন্সেলিংয়ের ফলাফল সহজে পেতে নিচের উপায়গুলি অবলম্বন করা যেতে পারে --
- প্রথম ধাপ - জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইট - wbjee.nic.in -এ যান ।
- দ্বিতীয় ধাপ - এরপর WBJEE তৃতীয় দফার কাউন্সেলিং ফলাফলের উপর ক্লিক করুন ।
- তৃতীয় ধাপ - নিজের WBJEE 2020-র রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন ।
- চতুর্থ ধাপ - লগ ইন করলেই ডিসপ্লেতে তৃতীয় দফার কাউন্সেলিংয়ের ফলাফল দেখা যাবে ।
- পঞ্চম ধাপ - পরে ব্যবহার করার জন্য তালিকাটি ডাউনলোড করার ও প্রিন্ট করার সুবিধা পাবেন ।