পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবছর উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র পাঠাবে না সংসদ - প্র্যাকটিক্যাল পরীক্ষা

এই বছর উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কোনও প্রশ্নপত্র স্কুলগুলিকে পাঠাবে না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বৃহস্পতিবার এই নিয়ে এক নির্দেশে এমনই জানানো হয়েছে সংসদের তরফে । গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার সময়সীমা শিথিল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

এবছর উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র পাঠাবে না সংসদ
এবছর উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র পাঠাবে না সংসদ

By

Published : Feb 25, 2021, 8:00 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি : এই বছর উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কোনও প্রশ্নপত্র স্কুলগুলিকে পাঠাবে না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বৃহস্পতিবার 2021 সালের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কিত নির্দেশাবলীতে এমনই জানানো হয়েছে সংসদের তরফে । বলা হয়েছে, জানুয়ারি মাসে প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয়ভিত্তিক টপিক জানিয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটিকে অনুসরণ করেই পরীক্ষা নিতে বলা হয়েছে বিদ্যালয়ের প্রধানদের ।

গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার সময়সীমা শিথিল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আসন্ন বিধানসভা নির্বাচনের কারণেই তা করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে । গত জানুয়ারি মাসে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, প্রতিটি প্রতিষ্ঠানকে 10 মার্চ থেকে 31 মার্চের মধ্যে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে বলা হয়েছিল ।

এবছর উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র পাঠাবে না সংসদ

বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধানসভা নির্বাচনের জন্য যে প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করা হবে তাদের ক্ষেত্রে পরীক্ষা শুরুর সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ । এক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান চাইলে নিজেদের সুবিধামতো আগের কোনও দিন স্থির করে পরীক্ষা নিতে পারেন । এই ধরনের বেশকিছু স্কুল থেকে সংসদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । তার ভিত্তিতেই পরীক্ষা শুরুর সময়সীমায় ছাড় দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

এবছর উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র পাঠাবে না সংসদ

তারপরে আজ উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কিত নির্দেশাবলী জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সেখানে প্রশ্নপত্র না পাঠানোর বিষয়টির পাশাপাশি আরও বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা পরিচালনা, মূল্যায়ন ও নম্বর জমা করার বিষয়ে । বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানকে নিজের স্কুলেই সমস্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে । শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক-শিক্ষিকারাই ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবেন এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন ।

আরও পড়ুন :অবসরের বয়সসীমা বাড়ল রেজিস্ট্রার-সহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মীর

যদি সেই স্কুলে কোনও বিষয়ের শিক্ষক-শিক্ষিকা না থাকেন, তাহলে পার্শ্ববর্তী কোনও স্কুলের শিক্ষক-শিক্ষিকাকে ব্যবহারিক পরীক্ষার জন্য নিয়ােগ করা যাবে । তবে সেক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষক-শিক্ষিকার সম্মতিপত্র এবং সংশ্লিষ্ট বিদ্যায়তনের প্রধানের নো-অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তর থেকে অনুমতি নিতে হবে । যে পরীক্ষার্থী আগে উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার পুনরায় ব্যবহারিক পরীক্ষা দেওয়ার প্রযােজন নেই । এ ছাড়াও মার্কস ফয়েল ও উত্তরপত্র কীভাবে জমা দিতে হবে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

ABOUT THE AUTHOR

...view details