কলকাতা, 27 মে : এবার উচ্চ মাধ্যমিকের সমস্ত কাজ হবে অনলাইনেই। উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজ নির্ভুল করতে এবং তাতে গতি আনতে নয়া একটি পোর্টালের সূচনা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে তারা (WBCHSE has launched their new portal) ৷ সবচেয়ে বড় কথা উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক স্তরের কাজ হাতে-কলমে না হয়ে এবার থেকে হবে অনলাইনেই ৷
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে তৈরি এই পোর্টাল শীঘ্রই তার পথ চলা শুরু করবে ৷ জানা গিয়েছে, পোর্টালটিকে পড়ুয়া এবং শিক্ষকদের জন্য আরও বেশি সহায়ক করে তুলতে রাজ্যের সকল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের মতামত সংগ্রহ করা হয়েছে ৷ যদিও মাধ্যমিকের ক্ষেত্রে কবে এই ব্যবস্থা চালু হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও ৷ পোর্টালটি চালু হলে এর মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশন, ফর্ম ফিল-আপ-সহ পড়ুয়াদের বিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে যাবতীয় প্রশাসনিক কাজগুলি করা যাবে ৷