কলকাতা, 13 নভেম্বর : বেডসোর হয়ে গিয়েছিল রোগীর । যার জেরে সুস্থ হয়ে ওঠার আগেই ওই রোগীকে জোর করে ছুটি দেওয়া হয় বলে অভিযোগ । পরে অন্য একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । এমনই এক অভিযোগের ঘটনায় ফুলবাগানের একটি নার্সিংহোমকে 1 লাখ 30 হাজার 192 টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।
ওই মহিলার ছেলে অভিযোগে জানিয়েছেন, ফুলবাগান অঞ্চলের একটি নার্সিংহোমে তাঁর মাকে 30 জুলাই ভরতি করা হয় । তবে সুস্থ হওয়ার আগেই তাঁর মাকে 22 অগাস্ট ছেড়ে দেওয়া হয় । তখন তাঁকে অন্য একটি হাসপাতালে ভরতি করা হয় ।
2 সেপ্টেম্বর তাঁর মায়ের মৃত্যু হয় । কমিশন জানিয়েছে, ফুলবাগানের ওই নার্সিংহোমে রোগীকে 24 দিন রাখা হয়েছিল । এর মধ্যে 12 দিন তাঁকে ICU-তে রাখা হয়েছিল । তাঁর বেডসোর হয়ে গিয়েছিল ।
রোগীর চিকিৎসার জন্য ফুলবাগানের নার্সিংহোম 7 লাখ 30 হাজার 192 টাকার বিল করে । প্যাকেজ নির্ভর চিকিৎসার অধীনে প্রথমে ভরতি করা হয় । কিন্তু প্যাকেজের অধীনে তাঁকে পরে আর রাখা হয়নি । রাজ্যের স্বাস্থ্য কমিশনে রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ জানালে বিষয়টি খতিয়ে দেখে তারা । ওই নার্সিংহোমকে 1 লাখ 30 হাজার 192 টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে আরও একটি অভিযোগের ঘটনায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালকে 40 হাজার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে WBCERC ।